WB Govt Scholarship 2022 : শিক্ষা হল সবার সাধারণ অধিকার। কিন্তু বর্তমানে সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই সাধারণ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বহু সাধারণ নিম্নবিত্ত পরিবার। মেধাবী অথচ দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সাহায্য করার জন্য আমাদের রাজ্য সরকার বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করে।
রাজ্যে প্রচলিত জনপ্রিয় স্কলারশিপ গুলির মধ্যে অন্যতম একটি হলো স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ। এই স্কলারশিপের অন্য আরেকটি নাম হলো বিকাশ ভবন স্কলারশিপ। প্রতিবছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজে পাঠরত প্রচুর সংখ্যক শিক্ষার্থীদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়।
স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ শিক্ষার্থীদের গুণগত মান সম্পন্ন শিক্ষা পেতে সাহায্য করে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এই স্কলারশিপে বার্ষিক 1000/- থেকে 5000/- টাকা পর্যন্ত দেওয়া হয়। দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে স্কলারশিপ তাদের অন্যতম প্রধান সঙ্গী।
আজকের প্রতিবেদনের মাধ্যমে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ সম্বন্ধে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এই স্কলারশিপ এর সুযোগ সুবিধা কি, বৃত্তির পরিমাণ কত, এখানে আবেদন কিভাবে করতে হয় ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিত আলোচনার মাধ্যমে তুলে ধরা হয়েছে।
স্কলারশিপের নাম(Name of the Scholarship) – স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলার্শিপ।
কারা সুযোগ–সুবিধা পাবেন?(Who will get the benefits?) – মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষায় পাঠরত শিক্ষার্থীরা সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন পদ্ধতি(Application Procedure – Through Online) – অনলাইনের মাধ্যমে।
অফিসিয়াল ওয়েবসাইট(Official Website) : https://svmcm.wbhed.gov.in
বৃত্তির পরিমান (Scholarship Amount) :
- রাজ্য সরকারের এই স্কলারশিপে মাধ্যমিক পাশ শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণীতে প্রতিমাসে 1000/- টাকা অর্থাৎ বার্ষিক 12,000/- টাকা প্রদান করা হয়।
- উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষার্থীদের প্রতিমাসে 1000/- থেকে 5000/- টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়।
- স্নাতকোত্তর বা পোস্ট গ্রেজুয়েশন পর্যায়ে পাঠরত শিক্ষার্থীদের প্রতিমাসে 2000/- থেকে 5000/- টাকা পর্যন্ত দেওয়া হয়।
- এছাড়াও পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিমাসে 1500/- টাকা প্রদান করা হয়।
আবেদনের যোগ্যতা (Eligibility of Application):
- যে সমস্ত শিক্ষার্থীরা কমপক্ষে 60 % নম্বর নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা এখানে আবেদন করতে পারবে।
- কোন শিক্ষার্থী যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অন্ততপক্ষে 60 % নম্বর নিয়ে উত্তীর্ণ হয় এবং আন্ডার গ্রাজুয়েশনের যেকোনো কোর্সে ভর্তি হয় তাহলে আবেদন করার সুযোগ পাবে।
- আন্ডার গ্রাজুয়েশন অর্থাৎ UG কোর্সে কমপক্ষে 53 % পেয়ে পোস্ট গ্রেজুয়েশনের জন্য ভর্তি হয় তাহলে এই স্কলারশিপে আবেদন করা যাবে।
- এই স্কলারশিপে আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয়ের পরিমাণ5 লাখের কম হতে হবে।
আবেদন পদ্ধতি(How to Apply):
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
Click Here for Official Website : https://svmcm.wbhed.gov.in/
- অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর Registration বাটনে ক্লিক করার পর Apply Application এ ক্লিক করতে হবে।
Click Here for Registration : https://svmcm.wbhed.gov.in/page/application_procedure.php
- তারপরে আবেদনকারী শিক্ষার্থীকে নিজের নাম, মোবাইল নম্বর, জন্মের তারিখ, বৈধ ইমেইল আইডি ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন চলাকালীন শিক্ষার্থীকে একটি এপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হয় যা পরবর্তীতে লগইন করার সময় দরকার পড়ে।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর নিজে দেওয়া অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- লগইন করার পর আবেদন পত্রটিকে সঠিকভাবে পূরণ করতে হবে এবং ছবি, স্বাক্ষর সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদনপত্র পূরণ হয়ে গেলে ফাইনাল সাবমিট করতে হবে।
রেনুয়াল করার পদ্ধতি(Procedure for renewal):
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পরপর পেতে হলে অর্থাৎ রেনুয়াল করতে হলে শিক্ষার্থীকে প্রত্যেক বার্ষিক পরীক্ষায় কমপক্ষে 60 % নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। তবে পোস্ট গ্রেজুয়েশনের ক্ষেত্রে 53 % নম্বর হলেই হবে।
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অংশগ্রহণকারী কোন শিক্ষার্থী যদি কোন কারণ বশত এক বছর পড়াশোনা চালিয়ে যেতে না পারে তাহলে পরবর্তীকালে এই স্কলারশিপ আবেদন করার সময় উপযুক্ত কারণ দেখিয়ে রেনুয়াল বা ফ্রেস অ্যাপ্লিকেশন করতে হবে।
- যদি কোন শিক্ষার্থী 1 বছরেরও অধিক পড়াশোনার সঙ্গে যুক্ত না থাকে তাহলে সেই সেই শিক্ষার্থী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে না। অবশ্য এক্ষেত্রে নতুন কোর্সে ভর্তি হলে ফ্রেশ এপ্লিকেশন করা যাবে।
- স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ রিনিউয়াল করার জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এক্ষেত্রে সবার প্রথমে গত বছরের দেওয়া এপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- লগইন করার পর একইভাবে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্রটিকে পূরণ করতে হবে এবং নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদনপত্র পূরণ হয়ে গেলে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র(Documents required for application):
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বার্থ সার্টিফিকেট বা জন্মের প্রমাণপত্র
- শিক্ষার্থীর ভোটার কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড
- শেষ পরীক্ষার এডমিট কার্ড।
- নতুন করছে ভর্তি হওয়ার রশিদ।
- ব্যাংকের পাশ বই।
- পরিবারের বাৎসরিক আয়ের প্রমাণপত্র।
হেল্পলাইন নম্বর(Help line Number): আবেদন করার সময় যেকোনো ধরনের সমস্যার সমাধান করতে বিকাশ ভবনের তরফ থেকে একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। আবেদন সংক্রান্ত যেকোনো ধরনের প্রশ্ন থাকলে এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
হেল্পলাইন নম্বর – 18001028014
আরও পড়ুন : Swami Vivekananda Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো