CCL Recruitment 2023 : সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড (CCL) সম্প্রতি এপ্রেন্টিস নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1L4ZzwZWB-I5WN6a33uAYKAa2YYl_tQPo/view?usp=share_link
Employment No. – CCL/ Apprentice Trg./ Notification/ 23-24/ 25
Details of Vacancies
Post Name |
Vacancies | Qualification | Age Limit |
Trade Apprentice | 536 | 10th with ITI in relevant trades |
18-27 years as on 1st May 2023 |
Fresher Apprentice |
72 | 10th, 12th |
18-27 years as on 1st May 2023 |
- পদের নাম(Name of the Post) – Trade Apprentice
শূন্যপদ(Number of Vacancy) – ৫৩৬ টি।
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification) – মাধ্যমিক পাশ সহ NCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করা চাকরি প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক ভাতা(Monthly Allowance) – ৭০০০ টাকা।
বয়সসীমা(Age Limit) – ১৮ থেকে ২৭ বছর। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
2. পদের নাম (Name of the Post) – Fresher Apprentice
শূন্যপদ(Number of Vacancy) – ৭২ টি।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) – মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ সহ NCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করা চাকরি প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক ভাতা(Monthly Allowance) – ৬০০০ টাকা।
বয়সসীমা(Age Limit)) – ১৮ থেকে ২২ বছর। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতিApplication Procedure) –
- অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Click here for Candidate Process : https://drive.google.com/file/d/16josnFcSqUoqylCRA1M_x0QJKzy3XeTK/view?usp=share_link
- অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজেদের রেজিস্ট্রেশান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
Click here for apply Online : www.apprenticeshipindia.gov.in
- তারপর প্রার্থীদের প্রাপ্ত আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। এরপর ওয়েবসাইট প্রদত্ত ফরম্যাটে নিজেদের যাবতীয় তথ্য পূরণ করে ‘সাবমিট’ করতে হবে।
Click here for Login as a candidate / Register as a candidate : https://www.apprenticeshipindia.gov.in/candidate-login
আবেদনের শেষ তারিখ(Last Date of application) – ১৮ জুন, ২০২৩।
Important Dates
Events |
Dates |
Starting Date for Apply Online |
24/05/2023 |
Closing Date for Apply Online |
18/06/2023 |
নিয়োগের সময়সীমা(Duration of appointment) – নূন্যতম ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের জন্য।
Application Fees(আবেদন ফি)
Category | Fee |
For all candidates | No Fees |
আরও পড়ুন : Post Office Recruitment 2023 : পোস্ট অফিসে ১২,৮২৮ শূন্যপদে নিয়োগ ! কত বেতন ? কারা আবেদন করতে পারবেন ?