NBEMS Recruitment 2023 : National Board of Examinations in Medical Sciences (NBEMS) দ্বারা মোট ৪৮ টি শূন্যপদে Group-C বিভাগে চাকরির নিয়োগ।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/12scsv-DgKuM5lsi89cR59_r09yQzkmEo/view?usp=sharing
নিয়োগকারী সংস্থা | National Board of Examinations in Medical Sciences (NBEMS) |
Advertisement no. | A.12022/1/ 2023-Estt. |
ওয়েবসাইট | natboad.edu.in |
শূন্যপদ | ৪৮ টি। |
আবেদন শুরু | ৩০.০৯.২০২৩ |
আবেদন শেষ | ২০.১০.২০২৩ |
- পদ : Junior Assistant
শূন্যপদ : ২৪ টি।
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে ও সেইসাথে প্রার্থীদের কম্পিউটারের সাধারণ সফটওয়্যারগুলি নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন জানাতে পারেন।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে ২০.১০.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
বেতন : মাসিক বেতন হবে কেন্দ্রীয় সপ্তম পে-কমিশনের লেভেল-২ অনুসারে।
- পদ : Stenographer
শূন্যপদ : ৭ টি।
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদনযোগ্য। তবে, সেইসাথে প্রার্থীদের স্টেনোগ্রাফিতে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন জানাতে পারেন।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে ২০.১০.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : কেন্দ্রীয় সপ্তম পে-কমিশনের লেভেল-৪ অনুসারে প্রার্থীদের মাসিক বেতন হবে ।
- পদ : Junior Accountant
শূন্যপদ : ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে Maths / Statistics/Commerce নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে ২০.১০.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : মাসিক বেতন হবে কেন্দ্রীয় সপ্তম পে-কমিশনের লেভেল-৪ অনুসারে।
প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থীদের মোট ৩ টি ধাপে বাছাই করা হবে। যথা-
- লিখিত পরীক্ষা।
- স্কিল টেস্ট (যেসব পদে দরকার)।
- ডকুমেন্ট ভেরিফিকেশন।
আবেদনের পদ্ধতি : ৩০.০৯.২০২৩ তারিখ থেকে ২০.১০.২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ দেওয়া হবে, আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের “natboard.edu.in” -এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ, ডকুমেন্টস আপলোড ও ফী প্রদানের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
Click here for Official Website : https://natboard.edu.in/
আরও পড়ুন : Cochin Shipyard Limited Apprentice Recruitment 2023 : অনলাইনে আবেদন করুন !!! 308টি শূন্যপদ!!!