Bandhan Bank Recruitment 2024 : পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ। বন্ধন ব্যাংকে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন –
Click here for Official Notification Regarding Bandhan Bank Recruitment : https://www.ncs.gov.in//Pages/ViewJobDetails.aspx?JSID=qhyhQO6Me24%3D
কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না।শুধুমাত্র walk-in-interview।ছেলে এবং মেয়ে উভয়ই যে যার জেলাতেই কাজ করতে পারবেন।এটি জেলা ভিত্তিক (পিন কোড হিসাবে) সিলেকশন করা হবে।
বিস্তারিত জানার জন্য সরাসরি ফোন করতে পারেন HR DEPARTMENT – 9679813246 অথবা 7044871748 এই দু’টি নম্বরে।
ই-মেল করুন hr.bankinghub@gmail.com-এখানে।
পদ : বন্ধন ব্যাংকে বিভিন্ন রকম পদে কর্মী নিয়োগ করা হবে। পদের নাম গুলি হল।
- ডাটা এন্ট্রি অপারেটর ( Data entry Operator)।
- রিলেশনশিপ অফিসার (Relationship Officer)।
- ব্রাঞ্চ ব্যাংকিং (Branch Banking)।
- ব্যাংকিং অপারেশন এন্ড কাস্টমার সার্ভিস (Banking Operations & Customer Services)।
- ফিন্যান্স এন্ড অ্যাকাউন্টস (Finance & Accounts)।
- Back Office Executive।
বয়স সীমা : আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে, তবেই আবেদনযোগ্য।
বেতন : প্রতিমাসে 15,500/- টাকা থেকে 25,700/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস : আবেদন করার সময়ে যেসমস্ত ডকুমেন্টসগুলির জেরক্স কপি জমা দিতে হবে সেগুলি হল:
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
- মাধ্যমিকের মার্কশিট।
- উচ্চ মাধ্যমিকের মার্কশিট।
- এর পাশাপাশি আপনি যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের মার্কশিট।
- আধার কার্ড।
- ভোটার কার্ড।
- প্যান কার্ড।
- পাসপোর্ট সাইজের ফটোকপি এবং
- চাকরিপ্রার্থীর নিজস্ব বায়োডাটা।