Staff Selection Commission Recruitment 2024 : স্টাফ সিলেকশন কমিশনে নিয়োগ !!! ২০৪৯ শূন্যপদ !!! শিক্ষাগত যোগ্যতা নূন্যতম মাধ্যমিক পাশ !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Staff Selection Commission Recruitment 2024 : স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC এর তরফে কনস্টেবল হিসেবে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রয়েছে 2049 টি শূন্যপদ।পুরুষ এবং মহিলা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

Click here for Official notification : https://drive.google.com/file/d/19iKow4pwJbeYnQnSi7HARxfzu_lZsY84/view?usp=sharing

পদ : Phase XII – সিলেকশন পোস্ট।

শূন্যপদ : 2049 টি শূন্যপদ।

যোগ্যতা : প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়াও উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশ প্রার্থী দের জন্যও আলাদা আলাদা পোস্ট রয়েছে।

বয়সসীমা : 18 থেকে সর্বোচ্চ 42 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম : লেভেল 1 থেকে লেভেল 7 পর্যন্ত বেতন দেওয়া হবে প্রার্থীদের। সাথে নানান ভাতা এবং জয়েনিং বোনাস দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি : Computer Based Test এর এর মাধ্যমে এখানে প্রার্থীকে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি :

  • অনলাইনে আবেদন করতে হবে।
  • এর জন্য https://ssc.gov.in/home ওয়েবসাইটে গিয়ে ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে।

Click here for Official Website : https://ssc.gov.in/home

Staff Selection Commission Recruitment 2024
Staff Selection Commission Recruitment 2024

 

Click here for Registration Form (Online) Option : https://ssc.gov.in/candidate-portal/one-time-registration/home-page

  • তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।
  • সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে।
  • এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য : এখানে আবেদন করার জন্য UR, EWS এবং OBC পুরুষদের 100 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। Women/ SC /ST /PwD দের কোনও আবেদন মূল্য দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ : 18.03.2024 তারিখ, এখানে আবেদন করার শেষ দিন।

পরীক্ষার তারিখ : 6 থেকে 8 মে নাগাদ এই শূন্যপদের জন্য পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন : Kolkata Police Recruitment : কলকাতা পুলিশে ৩,৭৩৪ কনস্টবেল পদে নিয়োগ !!! আবেদন শুরু, কীভাবে করবেন আবেদন ?

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles