NLC Recruitment 2024 : মাধ্যমিক পাস, আইটিআই পাস ও ইঞ্জিনিয়ারিং কমপ্লিট চাকরি প্রার্থীদের জন্য নেভেলি লিগনাইট কর্পোরেশন লিমিটেড (NLC) এর পক্ষথেকে গত ১৬ মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনি পদে মোট ২৩৯ টি শূন্যপদ রয়েছে। মাসে বেতন ১৪ হাজার থেকে শুরু। আবেদন শুরু ২০ মার্চ থেকে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1YYC8nrNzoqdpSYKriq-rQdqjttuH-jhp/view?usp=sharing
নিয়োগ সংস্থা | নেভেলি লিগনাইট কর্পোরেশন লিমিটেড (NLC) |
---|---|
পদের নাম | ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনি |
চাকরির ধরন | চুক্তিভিত্তক সরকারি চাকরি |
শূন্যপদ | ২৩৯ |
বেতন (₹) | ১৪,০০০-২২,০০০/- |
চাকরির স্থান | সারা ভারত |
আবেদন মোড | অনলাইন |
ওয়েবসাইট | nlcindia.in |
পদের নাম : ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনি পদে কর্মী নিয়োগ হবে।
গুরুত্বপূর্ন তারিখ :
আবেদন শুরু | ২০.০৩.২০২৪ |
আবেদন শেষ | ১৯.০৪.২০২৪ |
শূন্যপদ : মোট ২৩৯ জন কর্মী নিয়োগ হবে।
যোগ্যতা : চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন- মাধ্যমিক পাস, আইটিআই পাস ও ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা।
বয়সসীমা : প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে। তাছাড়া OBC প্রার্থীরা ৩ বছর, ST, SC, PWBD প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবে।
আবেদন পদ্ধতি :
- NLC তে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে।
- এরজন্য সবার প্রথমে চাকরি প্রার্থীরা আবেদন লিংকে ক্লিক করবেন।
- এরপরে রেজিস্ট্রশন করে লগইন করবেন।
- এরপরে আবেদন পত্রটি সঠিক ভাবে ফিলাপ করবেন।
- এরপরে প্রয়োজনীয় নথির পিডিএফ ফাইলটি আপলোড করবেন। এরপরে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদনটি সম্পন্ন হয়ে যাবে।
নির্বাচন প্রক্রিয়া : নিয়োগ হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে।
আবেদন ফী : আবেদন করার জন্য কোনো আবেদন ফী লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : আবেদন চলবে আগামী ১৯ এপ্রিল ২০২৪ পর্যন্ত ।
আরও পড়ুন : Rail Coach Factory Recruitment 2024 : রেল কোচ ফ্যাক্টরিতে নিয়োগ !!! 550 শূন্যপদে !!!