SSC Recruitment 2024 : কর্মী নিয়োগে প্রচুর শূন্যপদে অনলাইনে আবেদনের সুযোগ! কেন্দ্রীয় সরকারের এসএসসি মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। সম্পূর্ণ তথ্য জানতে দেখুন আজকের সংবাদ। সুখবর রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য!
Click here for Official Notification : https://drive.google.com/file/d/15NCxmdfRfPRrZiza18mzRnwWRgk32HEC/view?usp=sharing
যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।
পদের নাম : Junior Engineer (Civil, Mechanical, Electrical)
গুরুত্বপূর্ণ তারিখ :
শূন্যপদ : ৯৬৮ টি।
শিক্ষাগত যোগ্যতা :
- আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিভাগীয় বিষয়গুলির (Civil, Mechanical, Electrical) মধ্যে যেকোনো একটিতে স্নাতক অথবা স্নাতকোত্তর উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
- বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন চাকরিপ্রার্থীরা।
বয়সসীমা :
- প্রার্থীদের আবেদন করার জন্য ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের বয়সসীমার মধ্যে হতে হবে।
- সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের সরকারি নিয়োগের নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি :
- অনলাইন মাধ্যমে এখানে নিজেদের আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের।
Click here for Apply Online : https://ssc.nic.in/
- চাকরিপ্রার্থীদের আবেদনের জন্য স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
- এরপর লগইন করে অনলাইন আবেদনপত্রে সমস্ত প্রকার তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
- সমস্ত তথ্য আবেদনপত্রে সঠিকভাবে পূরণ করার পর আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করলে আবেদনটি নথিভুক্ত হয়ে যাবে
আবেদন ফি :
- সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থী এবং মহিলা চাকরিপ্রার্থী ছাড়া বাকি অন্যান্য আবেদনকারীদের এককালীন ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
- নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড অথবা UPI সিস্টেমের মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।
আবেদনের শেষ তারিখ : ১৮ এপ্রিল, ২০২৪।
STAFF SELECTION COMMISSION TENTATIVE CALENDAR OF EXAMINATIONS FOR THE YEAR 2024-2025 :