RPF Constable Recruitment 2024 : ভারতীয় রেলে কনস্টেবল নিয়োগ !!! আবেদন শুরু !!!

WhatsApp Group Join Now
Google News Follow

RPF Constable Recruitment 2024 : রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিভিন্ন জোনের জন্য একটি বড় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে। RPF constable পদে 4208 জন যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।

Click here for Official Notification

অনলাইন আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। চলবে ২০২৪ সালের মে মাসের ১৪ তারিখ পর্যন্ত।

ভ্যাকেন্সি ডিটেলস : অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে RPF constable পদে 4208 জন যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি : অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।

RPF Constable Recruitment 2024
RPF Constable Recruitment 2024

Click here for 1st Time Registration or Create an Account for Apply Online  

Click here for already have an Account for Apply Online

যোগ্যতা : RPF constable পদে আবেদন করার জন্য প্রার্থীকে ভারত সরকার স্বীকৃত যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।

বয়স : ০১/০৭/২০২৪ অনুসারে চাকরিপ্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে ভারত সরকারের নিয়ম অনুসারে ক্যাটাগরি অনুপাতে নির্দিষ্ট পরিমাণ বয়সের ছাড় পেয়ে থাকে।

Age Limit
Age Limit

মাসিক বেতন : যে সমস্ত প্রার্থী কনস্টেবল পদের জন্য নির্বাচিত হবে তারা শুরুতেই মাসিক ২১ হাজার ৭০০ টাকা করে বেতন পাবে।

Salary
Salary

অ্যাপ্লিকেশন ফী : সিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরির প্রার্থীদের ২৫০ টাকা করে আবেদন ফী দিতে হবে। OBC/Gen/EWS ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের অ্যাপ্লিকেশন ফী বাবদ ৫০০ টাকা, মহিলা প্রার্থীদের 250 টাকা করে আবেদন ফী করতে হয়।

Examination Fees
Examination Fees

আবেদন ফী পে করতে পারবেন।

অনলাইনের মাধ্যমে পে করতে পারবেন আবেদন ফী। আবেদন ফী জমা দেওয়ার অন্তিম তারিখ ১৪/০৫/২০২৪।

গুরুত্বপূর্ণ তারিখ : ১৫/০৪/২০২৪ থেকে আবেদন পত্র জমা দেওয়া শুরু হবে। আবেদনপত্র জমা দেওয়ার অন্তিম তারিখ ১৪/০৫/২০২৪।

আরও পড়ুন : Railway Recruitment 2024 : রেলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি !!! 1113 শূন্যপদ !!! মাধ্যমিক পাশ সহ আই.টি.আই পাশে আবেদন করুন !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Would you like to receive notifications on latest updates? No Yes