ITC Limited Recruitment 2024 : আইটিসি লিমিটেডের খাদ্য ব্যবসায় বিভাগ (উলুবেড়িয়া) এ কারিগরি শিক্ষানবিশ নিয়োগ। তারিখ : ১৭-০৪-০২০২৪,সময় : ১:০০ P.M।
পদ :
- ফিটার।
- ইলেকট্রিশিয়ান।
- টার্নার।
- ইলেকট্রনিক্স মেকানিক।
- মেশিনিস্ট।
যোগ্যতা :
বয়স : সর্বোচ্চ ২৪ বছর (২০.০৪.২০২৪ তারিখ অনুযায়ী)।
ডকুমেন্টস রিকোয়ারমেন্ট :
- কোভিড টিকাকরণের দুটি ডোজের সনদ থাকতে হবে।
- সরকারি পরিচয়পত্র (আধার কার্ড / ভোটার কার্ড)।
- সি.ভি.।
ইন্টারভিউ তারিখ,সময় এবং ঠিকানা :
তারিখ : ২০ এপ্রিল, ২০২৪ (শনিবার)।
সময় : সকাল ৯টা।
ঠিকানা : আইটিসি লিমিটেড, ফুড বিজনেস ডিভিশন, আমড়েবেরিয়া, জে.এল.নং-৮, পোঃ- উলুবেড়িয়া, হাওড়া – ৭১১৩০৩।
ইন্টারভিউ স্থান কিভাবে পৌঁছেবেন :
- হাওড়া বা মেদিনীপুর থেকে ট্রেনে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে নামুন।
- সেখান থেকে হাঁটাপথে ২০ মিনিট অথবা টোটোতে ৫ মিনিটে আইটিসি গেটে পৌঁছনো যাবে।
অতিরিক্ত সুবিধা :
- মাসিক বৃত্তি : ₹৯,৭৪৩ + (হাজিরার উপর ভাতা – ₹১,০০০)।
- তিন শিফটের (৮ ঘণ্টার) ডিউটি।
যোগাযোগের ব্যক্তি : শ্রী পার্থ মণ্ডল।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে সকল কাগজপত্র সহ উপস্থিত হয়ে নিজেদের মনোনয়ন জানাতে পারেন।
আরও পড়ুন : RPF Constable Recruitment 2024 : ভারতীয় রেলে কনস্টেবল নিয়োগ !!! আবেদন শুরু !!!



