Airports Authority of India Recruitment 2024 : অ্যাপ্রেনটিস নিয়োগের বিজ্ঞপ্তি !!! কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট অথরিটির !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Airports Authority of India Recruitment 2024 : বাংলার বাসিন্দাদের এক বছরের শিক্ষানবিশ প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রশিক্ষণ “অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১”-এর আওতায় পরিচালিত হবে। নিয়োগের স্থান হবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর।

পদ ও যোগ্যতা অনুযায়ী সংখ্যা :

  1. গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (সিভিল ইঞ্জিনিয়ারিং) : ৬টি পদ, মাসিক ভাতা ১৫,০০০ টাকা।
  2. ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (সিভিল ইঞ্জিনিয়ারিং) : ৮টি পদ, মাসিক ভাতা ১২,০০০ টাকা।
  3. গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) : ৫টি পদ, মাসিক ভাতা ১৫,০০০ টাকা।
  4. ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) : ৬টি পদ, মাসিক ভাতা ১২,০০০ টাকা।
  5. আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল) : ২টি পদ, মাসিক ভাতা ৯,০০০ টাকা।
  6. গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রনিকস ও যোগাযোগ) : ১টি পদ, মাসিক ভাতা ১৫,০০০ টাকা।
  7. ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন) : ২টি পদ, মাসিক ভাতা ১২,০০০ টাকা।
  8. আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস (ইলেকট্রনিকস ও মেকানিক্স) : ১টি পদ, মাসিক ভাতা ৯,০০০ টাকা।
  9. আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস (Computer Operator & Programming Assistant) : ৪টি পদ, মাসিক ভাতা ৯,০০০ টাকা।

যোগ্যতা :

  1. গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস : AICTE অনুমোদিত পূর্ণকালীন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
  2. ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস : AICTE অনুমোদিত ডিপ্লোমা কোর্স।
  3. আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস : NCVT কর্তৃক প্রদত্ত ট্রেড সার্টিফিকেট।

আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী :

আবেদন প্রক্রিয়া : গ্র্যাজুয়েট/ডিপ্লোমা প্রার্থী : নাটস/BOPT-এর ওয়েব পোর্টাল **https://nats.education.gov.in**-এ গিয়ে “Airports Authority of India, O/o Airport Director, NSCBI Airport, Kolkata-52” প্রতিষ্ঠানটি খুঁজুন। (Establishment Code: EWBPNC000002)

ITI ট্রেড অ্যাপ্রেন্টিস : এনএপিএস পোর্টাল **www.apprenticeshipindia.gov.in**-এ গিয়ে “E06161900020” কোডটি দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি খুঁজুন এবং আবেদন করুন। আবেদন সফল হলে “Successfully applied for the training position. Based on availability, you will be contacted by the establishment.” মেসেজটি দেখাবে।

প্রাসঙ্গিক শর্তাবলী :

  1. নাটস/BOPT বা এনএপিএস পোর্টালে প্রার্থীদের অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  2. শুধুমাত্র নাটস/বিপিটি/এনএপিএস পোর্টালে জমা দেওয়া অনলাইন আবেদন বিবেচিত হবে।
  3. কোনো আবেদনকারীকে TA/DA প্রদান করা হবে না।
  4. নিয়োগকৃত প্রার্থীর সংখ্যা পরিবর্তনযোগ্য।
  5. প্রশিক্ষণ চলাকালীন, প্রার্থীরা Apprentices Act, 1961 এর নিয়মাবলীর অধীনে পরিচালিত হবেন।
  6. সংরক্ষণ নীতি অনুযায়ী, SC/ST, OBC এবং PWD প্রার্থীদের জন্য প্রযোজ্য শর্তাবলী মান্য করা হবে।

বিশেষ নোট :

  1. AAI এই প্রশিক্ষণ কর্মসূচির ভিত্তিতে কোনো প্রার্থীকেই স্থায়ী চাকরির নিশ্চয়তা দেয় না।
  2. প্রার্থীদের একাধিক বিভাগের জন্য আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে।
  3. নিয়োগ সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত AAI ম্যানেজমেন্টের উপর নির্ভরশীল।
  4. নির্বাচিত প্রার্থীদের নিয়োগের আগে সকল সার্টিফিকেট এবং মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট যাচাই করতে হবে।

যোগাযোগ :

গ্র্যাজুয়েট/ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের জন্য :

আইটিআই/ট্রেড অ্যাপ্রেন্টিসদের জন্য :

আবেদন প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে উল্লেখিত ইমেইল বা ফোনে যোগাযোগ করুন।

আবেদনের শেষ তারিখ : ৩১ ডিসেম্বর, ২০২৪।

আরও পড়ুন : Kolkata Metro Recruitment 2024 : কলকাতা মেট্রোতে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ !!! মাধ্যমিক পাসে !!! পরীক্ষা ছাড়াই ডিরেক্ট চাকরি !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Would you like to receive notifications on latest updates? No Yes