Flipkart Internship Recruitment : ফ্লিপকার্ট দিচ্ছে ফ্রি চাকরির ট্রেনিং !!! সঙ্গে ২০ হাজার টাকার মাসিক স্টাইপেন্ড !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Flipkart Internship Recruitment : ফ্লিপকার্টের ফ্রি চাকরি ট্রেনিং, মাসিক বেতন ₹১৫,০০০-₹২০,০০০, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুযোগ।

ফ্লিপকার্ট ইন্টার্নশিপ নিয়োগ (Flipkart Internship Recruitment) : 

  1. সংস্থা পরিচিতি : ফ্লিপকার্ট একটি ভারতীয় ই-কমার্স কোম্পানি, প্রতিষ্ঠিত ২০০৭ সালে, সদর দপ্তর বেঙ্গালুরু, কর্ণাটক।
  2. মাসিক স্টাইপেন্ড : ₹১৫,০০০-₹২০,০০০, সঙ্গে সার্টিফিকেট।
  3. আবেদন পদ্ধতি :
    • ফ্লিপকার্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
    • মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
    • লগইন করে আবেদনপত্র পূরণ করুন।
    • প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
    • ফাইনাল সাবমিট দিয়ে প্রক্রিয়া সম্পূর্ণ করুন।

Click here for Apply Online : https://internshala.com/internship/detail/telecalling-internship-in-mumbai-at-flipkart1734601826

Click here for 1st Time Registration for Online application : https://internshala.com/registration/student

Already registered? Login :

Already registered? Login
Already registered? Login

Internship এর স্থান :

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের মুম্বাইয়ের ট্রেনিং সম্পন্ন করা হবে। প্রথমে প্রার্থীদের ইন্টারসিপ এর মাধ্যমে ছয় মাস ট্রেনিং দেওয়া হবে। ছয় মাস ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পর সার্টিফিকেট প্রদান করা হবে।

বিষয় বিস্তারিত তথ্য
পদের নাম বিভিন্ন পদ (ট্রেনিং সহ)
মাসিক স্টাইপেন্ড ১৫,০০০ – ২০,০০০
আবেদন পদ্ধতি অনলাইন মাধ্যম (অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে)
আবেদন শুরুর তারিখ ইতিমধ্যে শুরু হয়েছে
আবেদনের শেষ তারিখ ১৮ জানুয়ারি ২০২৫

 

আবেদন যোগ্যতা : আবেদনকারীদের ইংরেজিতে কথা বলার দক্ষতা, মার্কেটিংয়ে অভিজ্ঞতা, এবং কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক।

আবেদন শেষ তারিখ : আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ১৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল নোটিফিকেশন যাচাই করে দ্রুত আবেদন করুন।

আরও পড়ুন : Railway Recruitment 2024 : সাউথ সেন্ট্রাল রেলে ৪২৩২ অ্যাপ্রেন্টিস নিয়োগ !!! মাধ্যমিক পাশেই সুযোগ, জানুন প্রয়োজনীয় যোগ্যতা !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Would you like to receive notifications on latest updates? No Yes