Contents
Placement Drive 2025 : ভিক্টোরা ইন্ডাস্ট্রিজ-এ চাকরির সুযোগ: ২০২২–২০২৭ ব্যাচের শিক্ষার্থীদের জন্য প্লেসমেন্ট ড্রাইভ !!!
এসএনএস পলিটেকনিক কলেজ ও এসএনএস প্রাইভেট আইটিআই কর্তৃক ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫, ২০২৬ ও ২০২৭ সালের পাস-আউট আইটিআই ও ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য বিশেষ প্লেসমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্লেসমেন্ট ড্রাইভে প্রখ্যাত শিল্পপ্রতিষ্ঠান VICTORA INDUSTRIES সরাসরি নিয়োগ প্রদান করবে।
নিয়োগের প্রধান তথ্য :
কোম্পানি : Victora Industries
চাকরির স্থান: পুনে / গুজরাট।
ডিউটি: ৮ ঘণ্টা + ৪ ঘণ্টা ওভারটাইম (মোট ১২ ঘণ্টা)।
জয়েনিং : সাথে সাথে।
যোগ্যতা :
- আইটিআই: ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেকানিক, টার্নার।
-
ডিপ্লোমা: মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং।
-
অভিজ্ঞতা : শুধু ফ্রেশারদের জন্য।
-
পদ : ITI Trainee / Diploma Engineer Trainee (DET)।
-
যোগ্য প্রার্থী : শুধুমাত্র পুরুষ।
-
রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ৮ ডিসেম্বর ২০২৫।
সাক্ষাৎকারের তারিখ, স্থান ও সময় :
স্থান : NS Polytechnic College
তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫ (বুধবার)।
সময় : সকাল ১০:০০ টা।
সাক্ষাৎকারের সময় আনতে হবে :
-
বায়োডাটা (২ কপি) – সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি-সহ।
-
মাধ্যমিক থেকে সর্বোচ্চ যোগ্যতা পর্যন্ত সকল মূল মার্কশিট ও ফটোকপি।
-
কলেজ আইডি কার্ড।
-
আধার কার্ড।
রেজিস্ট্রেশন লিংক :
যারা এই প্লেসমেন্ট ড্রাইভে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা নিচের লিংকে রেজিস্ট্রেশন করতে পারবেন :
👉 https://forms.gle/tpM4Sz6VijrYHDP96
যোগাযোগের বিস্তারিত :
Training & Placement Cell
NS Polytechnic College
NS Private ITI
Vill – Chandipur, PO – Abhirampur, PS – Ausgram
District – Purba Bardhaman, West Bengal – 713144
📞 +91-9434943610
📧 tponspc@gmail.com, tponsprivateiti@gmail.com
🌐 https://nspc.co.in | https://nsprivateiti.in
📍 লোকেশন : https://maps.app.goo.gl/oZJsofFVqVvcmkD7A
আরও পড়ুন : Campus Recruitment 2025 : সোভা সোলার লিমিটেডে চাকরির সুযোগ !!! দুর্গাপুর, পশ্চিমবঙ্গ !!!



