Contents
Job Fair 2025 : নলহাটিতে জব ফেয়ার – ২০২৫: ছাত্রছাত্রীদের জন্য চাকরি ও অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ !!!
-
জব ফেয়ারের নাম : জব ফেয়ার – ২০২৫।
-
তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার)।
-
সময় : সকাল ১০টা থেকে।
-
স্থান : Nalhati Government Polytechnic, Birbhum
-
লোকেশন লিঙ্ক : https://maps.app.goo.gl/uJRrFJddrmyLNgHt7
-
উদ্দেশ্য:
-
রাজ্যের যুবসমাজের জন্য চাকরি, কর্মসংস্থান ও অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ সৃষ্টি।
-
দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সঙ্গে শিল্প সংস্থার সংযোগ স্থাপন।
অংশগ্রহণকারী ছাত্রছাত্রী :
-
ITI
-
VTC
-
Polytechnic
-
উৎকর্ষ বাংলা কেন্দ্র।
-
PBSSD-এর প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রী।
-
-
-
জব ফেয়ারের বৈশিষ্ট্য :
-
বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রের সংস্থার উপস্থিতি।
-
সরাসরি নিয়োগ ও অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ।
-
একদিনেই একাধিক সংস্থার সঙ্গে ইন্টারভিউয়ের ব্যবস্থা।
-
-
রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য :
-
ছাত্রছাত্রীদের Rojgar Seva Portal-এ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
-
রেজিস্ট্রেশন লিঙ্ক : https://tetsd.wb.gov.in/rojgar_sewa/

Rojgar Seva Portal
-
-
আয়োজকদের অনুরোধ :
-
সকল প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে যত বেশি সম্ভব ছাত্রছাত্রী পাঠানোর আহ্বান।
-
জব ফেয়ারকে সফল করতে সকলের সক্রিয় অংশগ্রহণ কাম্য।
-
-
যোগাযোগ :
-
দেবার্থ সাহা।
-
মোবাইল : ৯৩৮২৩৫৯৯২৪।
-
-
গুরুত্ব :
-
বীরভূম জেলার যুবসমাজের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
-
দক্ষ মানবসম্পদ গঠনে কার্যকর উদ্যোগ।
-
আরও পড়ুন : DRDO Recruitment 2025 : ২০৩টি টেকনিশিয়ান পদে নিয়োগ !!! ITI পাশদের জন্য বড় সুযোগ !!!



