Air India Recruitment 2024 : ইয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড সংস্থার পক্ষ থেকে সম্প্রতি বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এই সমস্ত শূন্যপদ গুলিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, ইন্টারভিউর তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1S4-XNyTZkaajxDnEQnKJ5V-_KCEtRk3Z/view?usp=sharing
Employment No.— AISL/05-03/HR/130
পদ :
- Handyman and Woman,
- Ramp Driver,
- Service Executive,
- Duty Officer.
শূন্যপদ : ২৪৭ টি।
Click here for Official Website to Know More Details Regarding Recruitment : https://www.aiasl.in/
শিক্ষাগত যোগ্যতা :
- সংশ্লিষ্ট পদগুলির জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন।
- হ্যান্ডি ম্যান এবং হ্যান্ডি ওম্যান পদের জন্য মাধ্যমিক পাশ যোগ্যতা লাগবে।
- অন্যান্য পদগুলিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা সহ সংশ্লিষ্ট বিষয়গুলিতে ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের সার্টিফিকেট থাকা জরুরি।
বেতন : বেতন শুরু হচ্ছে ২২,৫৩০/- টাকা থেকে।
বয়সসীমা :
- আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে।
- অফিসার পদমর্যাদার পদগুলির জন্য সর্বোচ্চ বয়স ৩৫ থেকে ৫৫ বছর ধার্য করা হয়েছে।
আবেদন পদ্ধতি :
- এই পদগুলিতে চাকরির জন্য আলাদাভাবে আবেদন জানানোর প্রয়োজন নেই।
- ইন্টারভিউতে উপস্থিত হওয়ার জন্য প্রস্তাবিত আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
Click here for Format of Application : https://drive.google.com/file/d/1LzUSSyJ5QobC4kiJzZwRAE_7DHPhtLQv/view?usp=sharing
- এরপর প্রয়োজনীয় নথিপত্র গুলি মূল আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। আবেদনপত্রে নিজের সাম্প্রতিক রঙিন ছবি লাগানো আবশ্যক।
List of Documents (copies) to be attached with the Application : (Please also bring all ORIGINAL DOCUMENTS/CERTIFICATES for verification) : https://drive.google.com/file/d/1KsNDfPQR15fiiU3LiKvs-LtQc4aryAzB/view?usp=sharing
- এরপর ইন্টারভিউর তারিখে উক্ত আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের অরিজিনাল কপি নিয়ে ইন্টারভিউর স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউর ঠিকানা : Pune International School, Survey Number 33, Lane Number 14, Tingre Nagar, Pune, Maharashtra, 411032.
ইন্টারভিউর তারিখ : ১৫ এপ্রিল, ১৬ এপ্রিল, ১৭ এপ্রিল এবং ১৯ এপ্রিল তারিখ গুলিতে ইন্টারভিউ নেওয়া হবে। প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।



