Apprenticeship Drive 2026 : আইটিআই পাশ করা ছাত্রছাত্রীদের জন্য বড় সুযোগ !!! জিই পাওয়ার ইন্ডিয়া লিমিটেডের অ্যাপ্রেন্টিসশিপ ড্রাইভ দুর্গাপুরে !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Apprenticeship Drive 2026 : আইটিআই পাশ করা ছাত্রছাত্রীদের জন্য বড় সুযোগ!!!

জিই পাওয়ার ইন্ডিয়া লিমিটেডের অ্যাপ্রেন্টিসশিপ ড্রাইভ দুর্গাপুরে

আইটিআই পাশ করা ছাত্রছাত্রীদের জন্য সুখবর। শিল্পক্ষেত্রে প্রশিক্ষণ ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ নিয়ে GE Power India Limited দুর্গাপুরে একটি অ্যাপ্রেন্টিসশিপ ড্রাইভ আয়োজন করতে চলেছে।

এই ড্রাইভে শুধুমাত্র ITI Pass Out প্রার্থীরাই অংশগ্রহণ করতে পারবেন। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি ২০২৬, সকাল ১০টা থেকে, Govt. ITI Durgapur ক্যাম্পাসে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীরা নির্দিষ্ট ট্রেডে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করবেন, যা তাদের শিল্পক্ষেত্রে কাজের বাস্তব অভিজ্ঞতা দেবে। পুরুষ ও মহিলা—উভয় প্রার্থীই আবেদনযোগ্য।

অ্যাপ্রেন্টিসশিপ ড্রাইভ – গুরুত্বপূর্ণ তথ্য

সংস্থা : GE Power India Limited

কর্মক্ষেত্র : শিল্প ও পাওয়ার সেক্টর

যোগ্যতা : ITI Pass Out Students (NCVT/SCVT স্বীকৃত)

প্রশিক্ষণের ধরন : Apprenticeship (শিল্পভিত্তিক প্রশিক্ষণ)

প্রয়োজনীয় ট্রেড :

    • Welder

    • Fitter

    • Electrician

    • Machinist

    • Turner

  • যোগ্য প্রার্থী : পুরুষ ও মহিলা উভয়ই আবেদনযোগ্য

  • ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন

  • ইন্টারভিউ তারিখ : 28.01.2026

  • ইন্টারভিউ সময় : সকাল 10টা থেকে

  • ভেন্যু : Govt. ITI Durgapur

  • প্রয়োজনীয় নথি :

    • ITI সার্টিফিকেট ও মার্কশিট

    • আধার কার্ড

    • বায়োডাটা / CV

    • পাসপোর্ট সাইজ ছবি

  • নির্বাচন পদ্ধতি: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে

  • প্রশিক্ষণ শেষে: ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি

  • অফিসিয়াল ওয়েবসাইট: https://itidurgapur.wb.gov.in

আরও পড়ুন : NPCIL Recruitment 2026 : ১১৪টি ট্রেইনি ও টেকনিশিয়ান পদে নিয়োগ | Apply Online @ npcil.nic.in !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Would you like to receive notifications on latest updates? No Yes