Apprenticeship Mela 2026 : কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে অ্যাপ্রেন্টিসশিপ মেলা ২০২৬ অনুষ্ঠিত হবে।
• কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে অ্যাপ্রেন্টিসশিপ মেলা ২০২৬ অনুষ্ঠিত হবে।
• মেলা আয়োজনের স্থান : সরকারি আইটিআই, সুরি, জেলা : বীরভূম।
For More Details Click here : https://iti.wb.gov.in/institute/home/suri
• মেলার তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬।
• অংশগ্রহণের যোগ্যতা : PBSSD (STT), VTC, ITI, ডিপ্লোমা ও অন্যান্য কারিগরি কোর্সের সদ্য উত্তীর্ণ প্রার্থীরা।
• মেলাটি NAPS ও রোজগার সেবা প্ল্যাটফর্মের সহযোগিতায় অনুষ্ঠিত হবে।
For NAPS Portal Click here : https://www.apprenticeshipindia.gov.in/
For Rogar Sewa Portal : https://tetsd.wb.gov.in/rojgar_sewa/
• আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন স্বনামধন্য শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
• সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের কোনও যোগাযোগ থাকলে তা শেয়ার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
• এই মেলার মাধ্যমে কারিগরি শিক্ষার্থীদের অ্যাপ্রেন্টিসশিপ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা আশাবাদী।
আরও পড়ুন : Job Fair 2025 : নলহাটিতে জব ফেয়ার – ২০২৫ !!! ছাত্রছাত্রীদের জন্য চাকরি ও অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ !!!



