Boarder Security Force Recruitment 2024 : ASI ও হেড কনস্টেবল নিয়োগ !!! ১৫২৬ শূন্যপদে !!! আবেদন চলবে ৮ জুলাই অবধি !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Boarder Security Force Recruitment 2024 : সীমান্তরক্ষা বাহিনী (BSF) উচ্চ মাধ্যমিক পাশ যোগ্য প্রার্থীদের জন্য 1526 টি শূন্যপদে সহকারী সাব ইন্সপেক্টর (ASI) ও হেড কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1gAffmTdbNa4WSz4gJYjSvqmlDB9rBpfs/view?usp=sharing

রাজ্যের 23 টি জেলার ছেলে-মেয়েরা সকলেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ASI অর্থাৎ সহকারী সাব ইন্সপেক্টর (Assistant Sub Inspector) ও হেড কনস্টেবলের জন্য মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হবে, আবেদনের শেষ তারিখ কবে এই পুরো বিষয়টি নিয়ে আর্টিকেলের মাধ্যমে উল্লেখ করা হলো।

পদ :

  • সহকারী সাব ইন্সপেক্টর (ASI)।
  • হেড কনস্টেবল।

মোট শূন্যপদ : 1526

শিক্ষাগত যোগ্যতা :

  • সহকারী সাব ইন্সপেক্টর (ASI) ও হেড কনস্টেবল : উচ্চ মাধ্যমিক (12শ শ্রেণী) পাশ সার্টিফিকেট।
  • কম্পিউটার জ্ঞান : সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা :

  • সর্বনিম্ন বয়স : 18 বছর (01 জানুয়ারী 2024 অনুযায়ী)।
  • সর্বোচ্চ বয়স : 28 বছর (01 জানুয়ারী 2024 অনুযায়ী)।
  • সরকারি নিয়ম অনুযায়ী SC/ST/OBC প্রার্থীদের জন্য বয়সের সুবিধা :
    • SC/ST: 5 বছর বেশি।
    • OBC: 3 বছর বেশি।

নিয়োগের পদ্ধতি : লিখিত পরীক্ষা, ফিজিক্যাল পরীক্ষা, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন এর মাধ্যমে চাকরি প্রার্থীদেরকে নিয়োগ করা হবে।

কিভাবে আবেদন করবেন :

  • সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া।
  • https://rectt.bsf.gov.in/  ওয়েবসাইটে যান।

    Application Dashboard
    Application Dashboard
  • Apply Now”  বাটনে ক্লিক করুন।

Click here for Application : https://rectt.bsf.gov.in/registration/basic-details?guid=234fb396-0d25-11ef-ba98-0a050616f7db

Click here for login already Registered Candidates : https://rectt.bsf.gov.in/auth/login

  • নির্দেশাবলী অনুসরণ করে ফর্ম পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথি আপলোড করুন।
  • নির্ধারিত ফি প্রদান করুন।
  • আবেদন জমা দিন।

গুরুত্বপূর্ণ :

  • আবেদনের আগে বিজ্ঞপ্তি ও যোগ্যতার শর্তাবলী ভালোভাবে পড়ুন।
  • সঠিক ও সম্পূর্ণ তথ্য দিয়ে আবেদন করুন।
  • সময়মত আবেদন করুন।

আবেদনের শেষ তারিখ : 8 জুলাই 2024।

গুরুত্বপূর্ণ তারিখ : 

  • আবেদনের শুরুর তারিখ : 09/06/2024।
  • আবেদনের শেষ তারিখ : 08/07/2024।

আরও পড়ুন : Flipkart Recruitment 2024 : ফ্লিপকার্ট এ বিনামূল্যে প্রশিক্ষন !!! ওয়ার্ক ফ্রম হোম কাজের সুযোগ !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Would you like to receive notifications on latest updates? No Yes