BOB recruitment 2022 : ন্যূনতম যোগ্যতায় Bank of Baroda তে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ |

WhatsApp Group Join Now
Google News Follow

BOB recruitment 2022 : বেশ কিছু শূন্যপদের ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্ক অফ বরোদা এর তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে 30 সেপ্টেম্বর। বিঞ্জপ্তিটি ব্যাঙ্ক অফ বরোদা এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে।

বিজ্ঞপ্তি অনুসারে শূন্য পদ কত? পদ গুলি কি কি? এই পদগুলিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন? বয়সসীমার শর্তসাপেক্ষ? আবেদন পদ্ধতি  কী রয়েছে? নিয়োগ পদ্ধতি কী রয়েছে? নিয়োগ স্থান কোথায়? এবং আবেদন করার শেষ তারিখ কবে? এইসব বিষয়ে খুটিনাটি তথ্য জানার জন্য এ প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।

Click Here for Official Notification:

https://www.westbengalcareers.com/wp-content/uploads/2022/09/Bank-of-Baroda-Sr.-Relationship-Manager-e-Wealth-Relationship-Manager-Posts-Notification.pdf

পদের নাম(Name of the Post) :- মোট চারটি ভিন্ন ভিন্ন পদ রয়েছে। এই চারটি ভিন্ন পদে শূন্য
পদ রয়েছে ভিন্ন ভিন্ন।

পদ গুলি হল :-

  • সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার
  •  ই রিলেশনশিপ ম্যানেজার
  • গ্রুপ সেলশ হেড
  • অপারেশন হেড ওয়েলথ

1. সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার :-

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):- যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই স্নাতক বা গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।

বয়স সীমা(Age Limit):- এই পদের জন্য আপনার বয়স অবশ্যই24 বছর থেকে 40 বছর মধ্যে হতে হবে।

শূন্যপদ(Number of Vacancy):- এই পদের জন্য শূন্যপদ ধার্য করেছে ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে 320 টি।

2. ই রিলেশনশিপ ম্যানেজার :-

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):-  যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে।

বয়স সীমা(Age Limit):- এই পদের জন্য আপনাকে অবশ্যই 23 বছর থেকে 35 বছর বয়সের মধ্যে থাকতে হবে।

শূন্য পদ(Number of Vacancy):-এই পদের জন্য শূন্যপদ ধার্য করেছে ব্যাঙ্ক অফ বরোদা এর পক্ষ থেকে 24 টি।

3. গ্রুপ সেলস হেড :-

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):- এই পদের জন্য আপনি যদি আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।

বয়স সীমা(Age Limit):- এই পদের জন্য আপনাকে অবশ্যই 31 থেকে 45 বছর বয়সের মধ্যে হতে হবে।

শূন্যপদ(Number of Vacancy):- পদের জন্য শূন্যপদ ধার্য করা হয়েছে একটি।

4. অপারেশন হেড অয়েলথ:-

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):-এই পদের জন্য যদি আপনি আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে সাথে এমবিএ ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে।

বয়স সীমা(Age Limit):-  এই পদের জন্য আপনাকে অবশ্যই 35 থেকে 50 বছর বয়সের মধ্যে হতে হবে।

শূন্যপদ(Number of Vacancy):-এই পদের জন্য শূন্যপদ ধার্য করা হয়েছে একটি।

আবেদন পদ্ধতি(Application Process):-

আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে ধাপগুলো অনুসরণ করতে হবে সেগুলি হল:-
1. ব্যাঙ্ক অফ বরোদা এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে
2. রেজিস্ট্রেশন করতে হবে
3. সমস্ত নির্ভুল তথ্য দ্বারা ফরমটি পূরণ করতে হবে
4. আপনার একটি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে
5. আপনার স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে
6. ফাইনাল সাবমিট করতে হবে
7. পেমেন্ট করতে হবে
8. তাদের দেওয়া রেফারেন্স নাম্বার টির একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে

Click Here for Apply Online : https://smepaisa.bankofbaroda.co.in/BOBSERM/

আবেদনের ফী(Application Fees):- এস সি /এস টি /পি ডব্লিউ ডি ক্যান্ডিডেটদের আবেদন ফি ধার্য করা হয়েছে 100 টাকা। অন্যান্য প্রার্থীদের জন্য 600 টাকা।

টাকা প্রদানের মাধ্যম(Process of Payment):- অনলাইন

শেষ তারিখ(Last Date of Application):- অনলাইন আবেদন শুরু হয়েছে আগামী 30 সেপ্টেম্বর 2022 এবং চলবে 20 অক্টোবর 2022 পর্যন্ত।

নিয়োগ স্থান(Place of Recruitment):- পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতাতে ব্যাঙ্ক অফ বরোদা এর শাখাগুলিতে।

আরও পড়ুন : Bandhan Bank Recruitment 2022 | পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, বেতন 16,000 টাকা |

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles