BPCL Recruitment 2023 : ভারত পেট্রোলিয়ামে প্রশিক্ষণের সুযোগ,স্টাইপেন্ড পাবেন প্রতিমাসে ২৫ হাজার টাকা!

WhatsApp Group Join Now
Google News Follow

BPCL Recruitment 2023 : ভারত সরকারের অনুমোদিত সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় সমস্ত নাগরিকরা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন।

মোট দুটি বিভাগের এই প্রশিক্ষণ দেওয়া হবে, বিভাগ দুটি হল –

  • গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস।
  • টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1_yMiXgaIKUN1goYMvj-SOZGtEXBB-Jg_/view?usp=sharing

প্রশিক্ষণের নাম – Graduate Apprentices, Technician (Diploma)/ Non Engineering Graduate Apprentice

মোট শূন্যপদ – ১৩৮ টি। (Chemical- ২৯ টি, Civil- ১৪ টি, Electrical- ১৯ টি, Instrumentation- ১৮ টি, Mechanical- ৩৮ টি, Technology Computer Science- ২ টি, Fire & Safety- ৮ টি, B.Com- ৬ টি, B.Sc- ৪ টি।)

শিক্ষাগত যোগ্যতা – Graduate Apprentices পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলিতে পূর্ণ সময়ের স্নাতক ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রাপক হতে হবে। Technician (Diploma)/ Non Engineering Graduate Apprentice পদে আবেদন করার জন্য ইঞ্জিনিয়ারিং বিষয়ের সংশ্লিষ্ট বিভাগ গুলিতে ডিপ্লোমা ডিগ্রী প্রাপক হতে হবে।

বয়সসীমা – ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে। প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে ০১ সেপ্টেম্বর ১৯৯৬ থেকে ০১ সেপ্টেম্বর ২০০৫ তারিখের মধ্যে।

প্রশিক্ষণের সময়সীমা – দুইটি ট্রেডের ক্ষেত্রেই ১ বছরের প্রশিক্ষণ দেওয়া হবে।

স্টাইপেন্ড –

  • গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসদের মাসিক ২৫,০০০/- টাকা।
  • টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের মাসিক ১৮,০০০/- টাকা স্টাইপেন্ড দেয়া হবে।

আবেদন পদ্ধতি – আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • www.mhrdnats.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি পূর্ণ করে আবেদন করতে হবে।

Click here for Apply Online or Know more Details : www.mhrdnats.gov.in

  • আবেদন করার জন্য প্রার্থীদের একটি বৈধ ইমেইল আইডি এবং একটি মোবাইল নম্বর থাকা আবশ্যক।

Click here for Application : https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action

  • আবেদন জানানোর পর প্রাপ্ত শংসাপত্রটি নিজেদের কাছে রেখে দেবেন চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন : Western Railway Recruitment 2023 : ওয়েস্টার্ন রেলওয়ে নিয়োগ 2023, শিক্ষানবিশ @rrc-wr.com এর 3624 টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত !

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles