Campus Placement Drive 2024 : 29 ই জানুয়ারি 2024 তারিখে গভর্নমেন্ট আইটিআই ইলামবাজার একটি ক্যাম্পাস রিক্রুটমেন্ট ড্রাইভ এর আয়োজন করা হয়েছে।
ইন্টারভিউ তারিখ : 29-01-2024।
রিপোর্টিং সময় : 11:00 টা।
ইন্টারভিউ ভেনিউ : গভর্নমেন্ট আইটিআই ইলামবাজার।
Location of the Venue of the Interview : https://maps.app.goo.gl/3K6biuEG1vYz15ij9
ঠিকানা : ইলামবাজার, বিডিও অফিস কাছে, ইলামবাজার, বীরভূম, পশ্চিমবঙ্গ – 731214।
Click here for More Details from Illambazar Government ITI Website : https://illambazargovernmentiti.com/
1. কোম্পানির নাম : এম/স হোন্ডা মোটর সাইকেল এবং স্কুটার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।
চাকরির স্থান : নরসাপুরা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, কোলার, বেংগালুরু।
যোগ্যতা প্রয়োজন : যেকোনো ট্রেডে আইটিআই কমপ্লিট(এনসিভিটি / এসসিভিটি)
Click here for Registration : https://docs.google.com/forms/d/e/1FAIpQLScSoiQOB4hWJw6EIBao0MhKmDMaIS20lG2k47GJHmdM5_QLEg/viewform?usp=sf_link
চাকরির ভূমিকা : ট্রেনি অপারেটর, লাইন অপারেটর, ওয়েল্ডার, পেন্টার, কোয়ালিটি ইন্সপেক্টর, প্রোডাকশন এক্জিকিউটিভ।
প্রোডাকশন : হোন্ডা টু উইলার বাইক এবং স্কটি।
পে-রোল : ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স।
যোগ্যতা মাপদণ্ড :
- বয়স : ১৮-২৯।
- শারীরিকভাবে ফিট (ওজন সর্বনিম্ন ৪৫ কেজি এবং উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট)।
- আইটিআই কমপ্লিট।
- লিঙ্গ: শুধুমাত্র পুরুষ।
ডিউটি টাইমিং :
- ৮ ঘণ্টা (১ম এবং ২য় শিফটে রোটেট হয়)।
- রবিবার এবং সরকারি ছুটি অনুভবযোগ্য।
- ১ এপ্রিল ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত সহ সকল ছুটির সহিত ১১২ দিন।
সুবিধাসমূহ :
- পিএফ, ইএসআই, কোম্পানি দ্বারা কর্তৃক ডিউটি সময়ে খাদ্য, বাস, ইউনিফর্ম এবং জুতা, বার্ষিক ১৫টি পেইড লিভ।
- কোম্পানি কর্তৃক কক্ষ বিন্যাস করা হয়, উম্মুক্ষু রুম ভাড়া দিতে হবে (১,০০০ – ১,২০০ টাকা প্রতি মাস)
প্রয়োজনীয় ডকুমেন্টস : ১০ম মার্কশিট, আইটিআই সার্টিফিকেট এবং মার্কশিট, আধারকার্ড, ২য় ডোজ টিকা, ৪টি ছবি, অনলাইন পুলিশ ভেরিফিকেশন (সব ডকুমেন্টের অরিজিনাল এবং জেরোক্স)
2. আপেল আইফোন মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টাটা উইস্ট্রন), এর জন্য ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভ অর্গানাইজ হতে চলেছে সরকারি আইটিআই ইলামবাজারে।
যোগ্যতা:
- শিক্ষাগত যোগ্যতা : ১০ম, ১২শ, আইটিআই, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন।
- বয়স : ১৮-২৬।
- লিঙ্গ : শুধুমাত্র মহিলা।
বেতন এবং সুবিধা :
- সি টি সি বেতন : টাকা 18,715/-
- সুবিধাসমূহ : পিএফ, ইএসআই, ক্যান্টিন, বাস, ইনশ্যুরেন্স এবং মেডিকেল।
- কোম্পানি দ্বারা কক্ষ বিন্যাস করা হয়, তবে উম্মুক্ষু রুম ভাড়া দিতে হবে।
Click here for Registration : https://docs.google.com/forms/d/e/1FAIpQLScSoiQOB4hWJw6EIBao0MhKmDMaIS20lG2k47GJHmdM5_QLEg/viewform?usp=sf_link
আরও পড়ুন : WBSETCL Recruitment 2024 : বিদ্যুৎ দপ্তরে নিয়োগ !!! শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ সহ দুই বছরের ITI !!!