Contents
Campus Recruitment 2025 : শাকম্ভরী OT প্রাইভেট লিমিটেডে বড়সড় নিয়োগ অভিযান – ২১ নভেম্বর দুর্গাপুরে সাক্ষাৎকার !!!
দুর্গাপুর শিল্পাঞ্চলে কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে এসেছে Shakambhari OT Pvt. Ltd. সংস্থা। ITI উত্তীর্ণ যুব-যুবতীদের জন্য সংস্থার পক্ষ থেকে Recruitment Drive 2025 আয়োজন করা হচ্ছে। সংক্ষিপ্তভাবে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য নিচে তুলে ধরা হলো—
নিয়োগকারী প্রতিষ্ঠান :
-
Shakambhari OT Pvt. Ltd. (SOT Shakambhari)
-
পশ্চিম বর্ধমান জেলার সুপরিচিত শিল্পপ্রতিষ্ঠান।
-
বিভিন্ন আধুনিক উৎপাদন কার্যক্রমে প্রশিক্ষিত কর্মীদের নিয়োগ করে থাকে।
প্রার্থী হিসেবে যে স্ট্রিমগুলো যোগ্য :
-
ITI – Fitter
-
ITI – Welder
উভয় ট্রেডের প্রার্থীদের জন্য সমান সুযোগ।
চাকরির বিবরণ :
-
কাজ : Moulding Operation
-
মেশিন অপারেশন, মোল্ড প্রস্তুতকরণ এবং উৎপাদন-সংক্রান্ত কাজে অংশগ্রহণ।
-
শিল্পক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের সুবর্ণ সুযোগ।
চাকরির স্থান :
-
আঙ্গাদপুর (Angadpur), দুর্গাপুর।
-
পশ্চিম বর্ধমান জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল।
বয়সের যোগ্যতা :
-
ন্যূনতম বয়স: ১৮ বছর
-
পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন
সাক্ষাৎকারের তারিখ ও সময় :
-
তারিখ: ২১ নভেম্বর ২০২৫
-
সময়: সকাল ১০টা (Reporting Time)
-
প্রার্থীদের নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে
সাক্ষাৎকারের স্থান :
-
Government ITI Durgapur
-
মুচিপাড়া, বিধাননগর
-
জেলা: পশ্চিম বর্ধমান
প্রার্থীদের যেসব নথি সঙ্গে রাখতে হবে (প্রস্তাবিত) :
-
ITI সার্টিফিকেট
-
আধার কার্ড / প্যান কার্ড
-
বায়োডাটা
-
পাসপোর্ট সাইজ ছবি
-
প্রয়োজনীয় হলে অভিজ্ঞতার প্রমাণপত্র
(নোট: সংস্থা থেকে আলাদা নির্দেশ না এলেও এগুলো সাধারণত প্রয়োজন হয়।)
এই নিয়োগ অভিযানের গুরুত্ব :
-
দুর্গাপুরে শিল্পক্ষেত্রে কর্মসংস্থানের নতুন দিশা
-
তরুণ-তরুণীদের শিল্প প্রশিক্ষণ ও কাজের সরাসরি সুযোগ
-
মোল্ডিং অপারেশনে দক্ষতা অর্জন ভবিষ্যতের কর্মজীবনে বাড়তি সুবিধা দেবে
সংস্থার পক্ষ থেকে পরামর্শ :
-
সময়মতো সাক্ষাৎকার স্থানে উপস্থিত থাকা
-
পরিচ্ছন্ন ও পরিপাটি পোশাক পরিধান করা
-
প্রয়োজনীয় নথিপত্র সম্পূর্ণ রাখা
-
কাজের দক্ষতা ও পূর্ব অভিজ্ঞতা থাকলে সাক্ষাৎকারে উল্লেখ করা
আরও পড়ুন : Nuclear Fuel Complex (NFC) Recruitment 2025 : ৪০৫টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ !!! অনলাইন আবেদন চলছে !!!



