Coal India Recruitment 2023 : কোল ইন্ডিয়া লিমিটেডে (CIL) ম্যানেজমেন্ট ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে। মোট 3 টি ডিসিপ্লিনে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।ভারত তথা পশ্চিমবঙ্গের সকল নাগরিক এই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। এই আবেদন প্রক্রিয়া আপনাদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে অংশগ্রহণ করতে হবে।আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1z5OY4rUlcwf_WwQLSc0-AnSeeroWdazT/view?usp=sharing
নোটিশ নং- 03/2023
শূন্য পদের নাম : কোল ইন্ডিয়া লিমিটেডের তরফে ম্যানেজমেন্ট ট্রেনি / MANAGEMENT TRAINEE, বিভাগে তিনটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, শূন্য পদ গুলি নিম্নলিখিত
- Mining
- Geology
- Civil
শূন্যপদ : Mining এ 351, Geology এ 37, Civil এ 172 টি শূন্যপদ রয়েছে। মোট শূন্যপদের সংখ্যা 560 টি।
যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন এবং গেট 2023 পাশ করে থাকতে হবে।
Click here for more details regarding recruitment : https://www.coalindia.in/
বয়সসীমা : সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন : প্রার্থীদের 50,000 – 1, 60,000 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি : গেট 2023 পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি : অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের www.coalindia.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নীচের ধাপগুলি সম্পন্ন করতে হবে : Career with CIL>Jobs at Coal India section, তারপর নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে।
সাথে দিতে হবে আবেদন মূল্য।
Click here for Official Website : www.coalindia.in
Click here for first time Registration for Online Application : https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/82592/Registration.html
Click here for login for already registered Candidates : https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/82592/login.html
আবেদন মূল্য : GENERAL (UR) / OBC / EWS প্রার্থীদের 1180 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।
আবেদনের সময়সীমা :
- আবেদন শুরু হয়েছে- 13/09/2023
- আবেদন শেষ হবে- 12/10/2023
আরও পড়ুন : Cochin Shipyard Limited Apprentice Recruitment 2023 : অনলাইনে আবেদন করুন !!! 308টি শূন্যপদ!!!