CRPF Constable Recruitment : সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে (CRPF) ১ লক্ষ ৩০ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs) এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/19dlIBzb2kJ-nzVYF1si8QuSYCTWu_Go9/view?usp=share_link
মোট ১ লক্ষ ২৯ হাজার ৯২৯টি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ১ লক্ষ ২৫ হাজার ২৬২টি পদ পুরুষ প্রার্থীদের জন্য, আর ৪ হাজার ৬৬৭টি পদ মহিলাদের জন্য সংরক্ষিত।
সিআরপিএফ(CRPF)-এ কনস্টেবলের চাকরি পেতে হলে ভারতীয় নাগরিক হবে। এই নিয়োগ নেপাল ও ভুটানের নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে না।
অফিসিয়াল ওয়েবসাইট crpf.gov.in-এ গিয়ে এই চাকরির জন্য আবেদন করতে পারেন।
Click here for Official Website : crpf.gov.in
কোন পদে নিয়োগ(Recruitment to any position): কনস্টেবল (সাধারণ দায়িত্ব)।
শূন্যপদ (Number of Vacancy) : ১,২৯,৯২৯টি (ছেলে-১,২৫,২৬২ ও মেয়ে- ৪৬৬৭)
বয়স সীমা(Age Limit) : ১৮-২৩ বছরের মধ্যে হলেই CRPF-এ কনস্টেবলের চাকরির জন্য আবেদন করতে পারবেন। SC এবং ST ক্যাটাগরির প্রার্থীদের বয়সসীমায় পাঁচ বছরের ছাড় দেওয়া হবে। ওবিসি প্রার্থীরা পাবেন তিন বছরের ছাড়।
প্রথম ব্যাচের প্রাক্তন অগ্নিবীরদের প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা পাঁচ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। বাকি ব্যাচের প্রাক্তন অগ্নিবীর প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা তিন বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে।
বেতন(Salary) : প্রতি মাসে ২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯ হাজার ১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
যোগ্যতা(Qualification Required) :আবেদনকারীকে অবশ্যই কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক (মাধ্যমিক/দশম শ্রেণী) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদন করবেন কীভাবে ?
- অফিসিয়াল ওয়েবসাইটে crpf.gov.in-তে যান।
Click here for Official Website : crpf.gov.in
- recruitment ট্যাবে ক্লিক করুন।
- CRPF Constable recruitment লিঙ্কে ক্লিক করুন
- এবার বিশদ বিবরণ পূরণ করতে হবে
- প্রার্থীদের আইডি এবং পাসওয়ার্ড পূরণ করতে হবে
- এখন সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করুন
- আবেদন ফি দিয়ে দিন
- এখন আবেদনপত্র জমা দিতে সাবমিট বাটনে ক্লিক করুন
- কনফার্মেশন পেজ ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিন।
আবেদন মূল্য(Application Fees) : General / EWS / OBC প্রার্থীদের ১০০/- টাকা। SC / ST / Female / Ex-serviceman প্রার্থীদের কোনো রকম টাকা লাগবে না
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | খুব শীঘ্রই ঘোষিত হবে |
আবেদন শেষ | খুব শীঘ্রই ঘোষিত হবে |
প্রার্থী বাছাই করা হবে কিভাবে?
প্রার্থী বাছাই করা হবে শারীরিক দক্ষতার পরীক্ষা, মেডিক্যাল পরীক্ষা এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। প্রার্থীদের অবশ্যই শারীরিক দক্ষতার পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন : Ministry of Education Recruitment : উচ্চ মাধ্যমিক পাশে শিক্ষা দপ্তরে কর্মী নিয়োগ !