Delhivery Company Recruitment 2024 : দেশের অন্যতম বড় লজিস্টিক কোম্পানি দিল্লিভারি (Delhivery) মাধ্যমিক পাশ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের জন্য প্রচুর নিয়োগের ঘোষণা দিয়েছে। 2011 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি বর্তমানে কয়েক হাজার কর্মচারী নিয়োগ করেছে। সম্প্রতি কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় আরও কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Delhivery সম্প্রতি একটি ট্রেনিং এর ব্যবস্থা করেছে। এই ট্রেনিংয়ে ভালোভাবে পাশ করতে পারলেই, আপনি এই কোম্পানি চাকরি পেয়ে যাবেন। তথ্য অনুসারে, ২০২৪ সালের ৮ই জানুয়ারি এই ট্রেনিং শুরু করা হয়েছে। মাধ্যমিক পাস থাকলেই এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবেন। ট্রেনিং এর শেষে আপনি কলকাতার মধ্যেই বছরে আড়াই থেকে পাঁচ লক্ষ টাকার বেতন প্যাকেজে কাজ পেয়ে যাবেন।
কোন কোন পদে চাকরি হবে ?
সব মিলিয়ে 5 ধরনের পরে এই নিয়োগ করা হবে।
- Assistant team leader,
- Team leader,
- Senior assistant,
- Manager In-charge,
- Junior assistant ট্রেনিং এর মাধ্যমে দেখে নেওয়া হবে কোন ব্যক্তির মধ্যে কোন যোগ্যতা রয়েছে।
ট্রেনিং শুরু : ট্রেনিং শুরু হবে থার্ড জুন ২০২৪(3rd June,2024)।.
বেতন : ট্রেনিংয়ের পরে যে সমস্ত প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবে, তারা বাৎসরিক আড়াই লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা প্যাকেজে বেতন পাবে। অর্থাৎ মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা বেতন পাবে।
যোগ্যতা : শিক্ষাগত যোগ্যতা হিসেবে কেবলমাত্র মাধ্যমিক পাস হলেই হবে।
বয়স : বয়স হতে হবে নূন্যতম ২২ বছর থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি : চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইন পদ্ধতিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। নিচে সরাসরি রেজিস্ট্রেশন লিংক দিয়ে দেওয়া হলো। সেই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন।
আবেদন করার লাস্ট ডেট : আবেদন করার লাস্ট ডেট – ৩রা মে ২০২৪।
আবেদন ফি : রেজিস্ট্রেশনের জন্য কোম্পানিকে নন রিফান্ডেবেল ৩৯৯ টাকা আবেদন ফী হিসেবে জমা করতে হবে।



