Contents
ECL Recrutiment 2025 : ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL) বিভিন্ন ট্রেডে ITI অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে।
Clcik here for ECL Official Website : https://www.easterncoal.nic.in/notices/recruitmentheader.aspx
: ইসিএল-এ আইটিআই অ্যাপ্রেন্টিস নিয়োগ :
ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL) ফিটার, ইলেকট্রিশিয়ান, COPA ও ওয়েল্ডার ট্রেডে 280টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে।
📌 স্টাইপেন্ড : ফিটার/ইলেকট্রিশিয়ান ₹7700, ওয়েল্ডার/COPA ₹7000 প্রতি মাসে।
📌 যোগ্যতা : ITI পাশ ও NAPS-এ রেজিস্টার্ড।
📌 আবেদনের শেষ তারিখ : 26 সেপ্টেম্বর 2025
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1xh0bmdlKkcuNAnapw1juG4kL6h9gtE4n/view?usp=sharing
শূন্যপদ :
-
ফিটার – 120
-
ইলেকট্রিশিয়ান – 120
-
COPA – 20
-
ওয়েল্ডার – 20
যোগ্যতা :
-
সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ।
-
ন্যূনতম 40% নম্বর।
-
NAPS পোর্টালে রেজিস্ট্রেশন থাকতে হবে।
স্টাইপেন্ড :
-
ফিটার ও ইলেকট্রিশিয়ান – ₹7700/মাস
-
ওয়েল্ডার ও COPA – ₹7000/মাস
যোগ্যতার শর্তাবলী :
-
আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ হতে হবে।
-
আবেদনকারীকে অবশ্যই তার ট্রেড অনুযায়ী NAPS পোর্টালে রেজিস্টার্ড থাকতে হবে।
-
ITI পরীক্ষায় ন্যূনতম ৪০% নম্বর অর্জন করতে হবে।
-
UIDAI ওয়েবসাইট থেকে ডাউনলোড করা e-Aadhaar-এ দেওয়া মোবাইল নম্বর অবশ্যই NAPS পোর্টালে ব্যবহৃত নম্বরের সাথে মিলতে হবে।
-
প্রার্থী কেবলমাত্র একটি রাজ্যে (পশ্চিমবঙ্গ অথবা ঝাড়খণ্ড) আবেদন করতে পারবেন। উভয় রাজ্যে আবেদন করলে আবেদন বাতিল হবে।
-
নথি যাচাই (Document Verification) সফলভাবে উত্তীর্ণ হতে হবে।
📌 উপরোক্ত সমস্ত শর্ত পূরণ করলেই প্রার্থী অ্যাপ্রেন্টিস হিসেবে যোগদানের যোগ্য হবেন।
আবেদন ও নির্বাচনের নিয়ম :
-
আবেদন ফর্ম (নির্ধারিত ফরম্যাটে) ও প্রয়োজনীয় কাগজপত্র স্পিড পোস্ট/রেজিস্টার্ড পোস্টে পাঠাতে হবে— The General Manager, HRD, Dishergarh, Paschim Burdwan, WB-713333 ঠিকানায়।
Click here for Application Form : https://drive.google.com/file/d/1ps1ICsqfSw1YUVKGF8kppmK0bGOOO_YB/view?usp=sharing
-
আবেদনপত্র অবশ্যই ২৬শে সেপ্টেম্বর, ২০২৫-এর মধ্যে পৌঁছাতে হবে। এই তারিখের আগে বা পরে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না।
-
কুরিয়ার বা হাতে দেওয়া আবেদন গ্রহণ করা হবে না।
-
নির্বাচনের জন্য একটি মেরিট লিস্ট তৈরি হবে ITI পরীক্ষার নম্বরের ভিত্তিতে।
-
একই নম্বর থাকলে:
-
আগে পাশ করা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
-
যদি পাশের বছরও এক হয়, তবে জন্মতারিখ দেখা হবে—বয়সে বড় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
-
জন্মতারিখও এক হলে, NAPS-এ আগে রেজিস্টার করা প্রার্থীকে বাছাই করা হবে।
-
-
-
সংরক্ষণ নীতি (Reservation) CPSU নিয়ম অনুযায়ী হবে।
-
মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থীকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এর নোটিশ ECL-এর ওয়েবসাইটে দেওয়া হবে।
-
নথি যাচাই সম্পন্ন হলে প্রার্থীরা এনগেজমেন্ট লেটার পাবেন, যেখানে পোস্টিং-এর জায়গা ও রিপোর্ট করার তারিখ দেওয়া থাকবে।
-
নির্দিষ্ট তারিখে পোস্টিং-এর জায়গায় যোগ দিতে হবে।
-
যোগ দেওয়ার পর প্রার্থীকে জয়েনিং লেটার দেওয়া হবে।
-
জয়েনিং লেটার HRD অফিসে জমা দিয়ে চুক্তি (Contract) তৈরি করা হবে।
-
অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণের জায়গা নির্ধারণ করবেন ECL-এর জেনারেল ম্যানেজার (HRD)।
আবেদনের সঙ্গে জমা দিতে হবে (Enclosures/Documents) :
আবেদনের ফরম পূরণ করে নিচের কাগজপত্রের স্ব-প্রত্যায়িত (Self-attested) কপি জমা দিতে হবে এবং আসল নথি যাচাইয়ের জন্য দেখাতে হবে:
-
মাধ্যমিক পাশের সনদপত্র (ওয়েল্ডার ট্রেডের ক্ষেত্রে ৮ম শ্রেণির পাশের সার্টিফিকেট গ্রহণযোগ্য)।
-
ITI পাশের সার্টিফিকেট।
-
ITI-এর শেষ বর্ষের মার্কশিট।
-
NAPS রেজিস্ট্রেশন কপি।
-
UIDAI ওয়েবসাইট থেকে ডাউনলোড করা e-Aadhaar।
-
ব্যাংক অ্যাকাউন্টের তথ্য (Aadhaar লিঙ্ক করা) যেটি NAPS-এ আপলোড করা আছে।
-
জাতিগত সনদ (SC/ST/OBC ইত্যাদি ক্ষেত্রে)। (OBC সার্টিফিকেট ইস্যুর তারিখ থেকে ১ বছর পর্যন্ত বৈধ)
-
সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।
-
শপথপত্র (Affidavit) – নির্ধারিত ফরম্যাটে।
Click here for Aiidavit format : https://drive.google.com/file/d/1PJoj16KXE3pppjUJPW0cm7uXNs4Hpp2K/view?usp=sharing
আবেদনের শেষ তারিখ : 26 সেপ্টেম্বর 2025
আবেদন পাঠাতে হবে : General Manager, HRD, ECL, Dishergarh, Paschim Burdwan, WB – 713333