Gram Panchayat Recruitment 2024 : গ্রাম পঞ্চায়েত দপ্তর গুলিতে নতুন করে ৬,৬৫২টি শূন্য পদে অনলাইনে আবেদন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকে আবেদন করতে পারবেন।
ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | রাজ্যের পঞ্চায়েত দপ্তর |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | ৬,৬৫২ |
আবেদন মাধ্যম | অনলাইনে |
পদের নাম : ডাটা এন্ট্রি সহ বিভিন্ন পদে নিয়োগ।
শূন্যপদ : মোট ৬৬৫২ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।
বয়সসীমা : আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্য হতে হবে ।সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন : প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সরকারি নিয়ম অনুসারে পদের বেতন স্কেল অনুযায়ী দেওয়া হবে। প্রতিটি পদের ক্ষেত্রে বেতন স্কেল জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1ryH-0gmM3I_ixmDeKbzdTKkdCK4Zqaov/view?usp=sharing
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ইত্যাদি যোগ্যতা থাকা প্রয়োজন। উপযুক্ত যোগ্যতা সহিত কিছু পদের জন্য প্রার্থীদের কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকা প্রয়োজন।
নিয়োগ প্রক্রিয়া :
- প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে।
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউর জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
- সর্বশেষে ইন্টারভিউ উত্তীর্ণ প্রার্থীদের এই পদে নিযুক্ত করা হবে।
Click here for Process of Application : https://drive.google.com/file/d/1jVn0Dkxe-nBm5A6BpePjnY7qk_9B-bZ3/view?usp=sharing
পরীক্ষা সিলেবাস :
- ইংরেজি: ২৫ নম্বর
- বাংলা: ২৫ নম্বর
- গণিত: ২৫ নম্বর
- সাধারণ জ্ঞান: ১০ নম্বর
- ইন্টারভিউ: ১৫ নম্বর
আবেদন করতে হবে কিভাবে :
- আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
Click here 1st Time Registration for Online Application : https://wbprms.in/authentication/signup
Click here for already registered Candidates for Online Application : https://wbprms.in/authentication/login
- এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
- তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
- সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।