HCL Recruitment 2025 : হিন্দুস্থান কপারে বিভিন্ন ট্রেডে কর্মী নিয়োগ !!! প্রতি মাসে বেতন ₹২৮,০০০ !!!

WhatsApp Group Join Now
Google News Follow

HCL Recruitment 2025 : ২০২৫ সালে চাকরি প্রার্থীদের জন্য ইতিমধ্যে একাধিক কর্মসংস্থানের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার হিন্দুস্তান কপার লিমিটেড (Hindustan Copper Limited) ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের জন্য উন্মুক্ত করেছে এক অনন্য চাকরির সুযোগ। প্রতিষ্ঠানটি একাধিক শূন্য পদ পূরণের জন্য যোগ্য ও দক্ষ ব্যক্তিদের থেকে আবেদন আহ্বান করেছে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/10ClIFvTGNOXmSCTFnx-jwIuOk780H0t3/view?usp=sharing

হিন্দুস্তান কপার লিমিটেডে কর্মী নিয়োগ ২০২৫

  1. নিয়োগকারী সংস্থা :
    • হিন্দুস্তান কপার লিমিটেড (Hindustan Copper Limited)
    • অফিসিয়াল ওয়েবসাইট: www.hindustancopper.com
  2. নিয়োগের পদের নাম :
    • চার্জম্যান
    • ইলেকট্রিশিয়ান (A ও B)
    • WED (B)
  3. মোট শূন্য পদের সংখ্যা :
    • ১০৩টি
  4. প্রতিমাসের বেতন :
    • ₹২৪,২৮০ থেকে ₹৭২,১১০
    • একাধিক সরকারি সুবিধার সুযোগ
  5. শিক্ষাগত যোগ্যতা :
    • ন্যূনতম যোগ্যতা : মাধ্যমিক পাস
    • অন্যান্য প্রয়োজনীয়তা :
      • ITI সার্টিফিকেট
      • ডিপ্লোমা ডিগ্রি
      • এপ্রেন্টিস সার্টিফিকেট
      • সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা
  6. নিয়োগ প্রক্রিয়া :
    • পদের যোগ্যতার ওপর ভিত্তি করে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার বা পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে বাছাই করা হবে।
  7. আবেদন পদ্ধতি :
    • সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.hindustancopper.com-এ গিয়ে আবেদন করতে হবে।
  8. অফিসিয়াল বিজ্ঞপ্তি :
    • বিস্তারিত তথ্য ও যোগ্যতার বিবরণ অফিসিয়াল নোটিফিকেশন থেকে সংগ্রহ করা উচিত।

হিন্দুস্তান কপার লিমিটেডে চাকরির তথ্য (বয়সসীমা, আবেদন প্রক্রিয়া এবং নিয়োগ প্রক্রিয়া)

  1. বয়সসীমা :
    • ০১/০১/২০২৫ তারিখের হিসাবে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর
    • সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় পাওয়া যাবে।
  2. আবেদন পদ্ধতি :
    • শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে।
    • অফিসিয়াল ওয়েবসাইট : www.hindustancopper.com
    • আবেদন করার ধাপসমূহ:
      • আবেদনপত্র পূরণ ও জমা দেওয়া।
      • প্রয়োজনীয় নথি সঠিক পদ্ধতিতে আপলোড করা।
    • আবেদন মূল্য : ₹৫০০ টাকা।
    • আবেদনের সময়সীমা :
      • শুরু: ২৭/০১/২০২৫।
      • শেষ: ২৫/০২/২০২৫।
    • নির্ধারিত সময়ের পরে আবেদন গ্রহণযোগ্য হবে না।
  3. নিয়োগ প্রক্রিয়া :
    • প্রথম ধাপ:
      • ১০০ নম্বরের লিখিত পরীক্ষা
    • দ্বিতীয় ধাপ :
      • ট্রেড পরীক্ষা
      • লেখার দক্ষতার পরীক্ষা
    • চূড়ান্ত ধাপ :
      • নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন

আরও পড়ুন : Railway Recruitment 2025 : রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ !!!৩২ হাজার শূন্যপদ !!! মাধ্যমিক পাশে আবেদন !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Would you like to receive notifications on latest updates? No Yes