IDBI Bank Recruitment 2023 : ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (IDBI) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং এক্সিকিউটিভ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২১০০ শূন্যপদের মধ্যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৮০০ এবং এক্সিকিউটিভ পদে ১৩০০ শূন্যপদ রয়েছে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1y0Ur8eXPw-8QxsJB3BcUHEMeeVxbB_AJ/view?usp=sharing
- পদের নাম : IDBI ব্যাঙ্কে ৮০০ (UR- ৩২৪ টি, SC- ১২০ টি, ST- ৬০ টি, OBC- ২১৬ টি, EWS- ৮০ টি।) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করতে হলে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সাধারণ এবং ওবিসি প্রার্থীদের নূন্যতম ৬০% এবং তপশিলি জাতিভুক্ত এবং প্রতিবন্ধী প্রার্থীদের নূন্যতম ৫৫% নম্বর থাকতে হবে।
2. পদের নাম : IDBI ব্যাঙ্কে ১৩০০ এক্সিকিউটিভ সেলস পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা : ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (IDBI) এক্সিকিউটিভ সেলস পদে ১৩০০ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে আবেদন করতে হলে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
মাসিক বেতন :
- নিয়োগের প্রথম বছরে মাসিক বেতন থাকবে ২৯,০০০/- টাকা।
- দ্বিতীয় বছর থেকে বেতনের পরিমাণ হবে ৩১,০০০/- টাকা।
বয়সসীমা :
- আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
- আবেদনকারীদের জন্ম তারিখ হতে হবে ২ নভেম্বর, ১৯৯৮ থেকে ১ নভেম্বর, ২০০৩ তারিখের মধ্যে।
আবেদন পদ্ধতি :
- আবেদনকারীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে।
- সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ibpsonline.ibps.in – এ গিয়ে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশান করতে হবে।
Click here for Official Website : ibpsonline.ibps.in
Click here for 1st Time Registration for Online Application : https://ibpsonline.ibps.in/idbiesonov23/basic_details.php
- এরপর একই ডিটেলস দিয়ে লগইন করার পর অনলাইন আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করতে হবে।
Login for already Registered Candidates : https://ibpsonline.ibps.in/idbiesonov23/
- সমস্ত তথ্য পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
আবেদন ফি : তপশিলি জাতিভুক্ত এবং প্রতিবন্ধী প্রার্থীদের ২০০/- টাকা এবং অন্যান্য সকল প্রার্থীদের ১০০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে।
নিয়োগ পদ্ধাতি : প্রথম ধাপে লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
লিখিত পরীক্ষার সিলেবাস :

আবেদনের শেষ তারিখ : ৬ ডিসেম্বর, ২০২৩।
আরও পড়ুন : SBI Recruitment 2023 : স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগ !!! বিজ্ঞপ্তি আউট !!! আবেদন করুন অনলাইনে এ !!!