IGNOU Recruitment 2023 : ইন্দ্রা গান্ধী নেশনাল ওপেন ইউনিভার্সিটিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।মোট ২০০টি শূন্যপদে Jr. Assistant cum Typist (JAT) নিয়োগ করা হবে।
সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।আবেদন শুরু হয়েছে ২২এই মার্চ এবং আগামী ২০এই এপ্রিল ২০২৩ পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Indira Gandhi National Open University (IGNOU) |
---|---|
পদের নাম | Jr. Assistant cum Typist (JAT) |
মোট শূন্যপদ | ২০০ টি |
বেতন (₹) | ১৯,০০০ – ৬২,২০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | recruitment.nta.nic.in |
পদের নাম (Name of the Post) : Jr. Assistant cum Typist (JAT) পদে নিয়োগ করা হবে।
Information Brochure and Guidelines for Filling of Online Application Form for Recruitment of Junior Assistant-cum-Typist (JAT) in IGNOU : https://cms.ecounselling.nic.in/CMSAdmin/Handler/FileHandler.ashx?B=128&A=176&F=7&L=P
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
আবেদন শুরু | 22 March 2023 (From 10:00 A.M) |
আবেদন শেষ | 20/04/2023 (up to 23:50 hrs.) |
Operationalization of Help Line/Call Centre | 011-69227700 & 011-40759000 |
শূন্যপদ (Total Number Vacancy) : মোট ২০০টি শূন্যপদ রয়েছে।
শ্রেণী(category) | শূন্যপদের সংখ্যা(Number of Vacancy) |
---|---|
UR | ৮৩ টি |
SC | ২৯ টি |
ST | ১২ টি |
OBC | ৫৫ টি |
EWS | ২১ টি |
মোট শূন্যপদ | ২০০ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। সঙ্গে টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit) : আবেদনকারীর বয়স ৩১ মার্চ ২০২৩ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
বেতন (Salary) : প্রার্থীদের প্রতিমাসে ১৯,০০০ টাকা থেকে শুরু করে ৬২,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Application Process) : অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে recruitment.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে রেজিষ্টেশন করতে হবে। তারপর অনলাইন আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি আপলোড করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন ফী জমা করতে হবে
Click here for Apply Online : recruitment.nta.nic.in
Click here If Already Registered : https://examinationservices.nic.in/recsys23/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFYCztFlNKyqcTW1qzg34UFs9mm1k9K882sSFo9l2HtuD
আবেদন মূল্য (Application Fee) : আবেদন করার জন্য ১০০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৬০০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে। EWS পর্থীদের কোনো রকম আবেদন মূল্য প্রয়োজন নেই।
Inviting Online Applications for Indira Gandhi National Open University Recruitment of
Junior Assistant-cum-Typist (JAT) : https://recruitment.nta.nic.in/WebInfoIgnou/File/ViewFile?FileId=6&LangId=P
আবেদনের শেষ তারিখ(Last Date of Application) : অনলাইনে আবেদন করার শেষ তারিখ হলো ২০এই এপ্রিল ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) : আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের পরে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট নেওয়া হবে। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
পরীক্ষার কেন্দ্র(Examination Center) : পশ্চিমবঙ্গের, শিলিগুড়ি এবং কলকাতায় পরীক্ষার কেন্দ্র রয়েছে।
আরও পড়ুন : BSNL Recruitment 2023 : পরীক্ষা ছাড়াই নিয়োগ BSNL কোম্পানিতে !