Indian Bank Recruitment : ইন্ডিয়ান ব্যাঙ্কে তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে মাধ্যমিক ও এইট পাশ যোগ্যতা আবেদন করা যাবে। প্রার্থীরা অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে।
নিয়োগ সংস্থা | Indian Bank Self Employment Training Institute (INDSETI) |
পদের নাম | Attender ও Watchman Cum Gardener |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অফলাইনে |
শেষ তারিখ | ২৫-০১-২০২৪ |
পদের নাম : যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল –
- Attender
- Watchman Cum Gardener
বয়স সীমা : প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন ২২ থেকে সর্বোচ্চ ৪০ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে।
বেতন : বেতন প্রতিমাসে ৮,০০০/-টাকা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা :
- Watchman Cum Gardener : এই পদে আবেদন করার জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলেই আবেদন করা যাবে।
- Attender : এই পদে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই আবেদন করা যাবে।
আবেদন করতে হবে কি ভাবে?
অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। সর্বপ্রথম নিজে থেকে একটি বায়োডাটা তৈরি করতে হবে এবং কোন পদের জন্য আবেদন করছেন সেটা উল্লেখ করতে হবে সমস্ত সেখানে তথ্য উল্লেখ করে সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
Click here for Official Website : www.indianbank.in/
Click here for Official Notification or Know More Details of Application : https://drive.google.com/file/d/1hwUQ3UEwdJqj7JY6jYI3RwW_Q3JjAkOU/view?usp=sharing