ITC Limited Recruitment 2024 : হাওড়ার শঙ্করাইলে অবস্থিত ITC Limited-এর ফুড পার্ক তাদের খাদ্য বিভাগ (সানরাইজ) এর জন্য প্রশিক্ষণার্থীদের নির্বাচন করতে চলেছে। বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে।
কোন কোন ট্রেডে প্রশিক্ষণের সুযোগ রয়েছে?
- ফিটার,
- ইলেক্ট্রিশিয়ান,
- ইলেক্ট্রনিক্স মেকানিক,
- মেশিনিস্ট এবং
- ইলেক্ট্রনিক্স এই পাঁচটি ট্রেডে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। যোগ্য প্রার্থীদের জন্য এটি একটি দারুণ সুযোগ প্রশিক্ষণ গ্রহণ করে নিজের কর্মজীবন গড়ে তোলার।
কখন হবে নির্বাচন প্রক্রিয়া?
আগ্রহী প্রার্থীদের আগামী শনিবার, ২৭ জুলাই, ২০২৪ তারিখ সকাল ১০:৩০ মিনিটের মধ্যে ITC Limited-এর সুধারস ফুড পার্কে, কান্ডুয়া, শঙ্করাইলে অবস্থিত তাদের কার্যালয়ে উপস্থিত থাকতে হবে।
কি কি কাগজপত্র লাগবে?
নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের নির্দিষ্ট কিছু কাগজপত্র নিয়ে আসতে হবে। সেগুলি হল:
- সরকারি পরিচয়পত্র (আধার কার্ড/ভোটার কার্ড)।
- দশম থেকে আইটিআই পর্যন্ত সকল মার্কশীটের অরিজিনাল ও ফটোকপি।
- পাসপোর্ট সাইজের ছবি।
- সিভি।
কাদের আবেদন করা যাবে?
২৪ বছর বয়সের মধ্যে যাঁদের এই ট্রেডগুলিতে আই টি আই (ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক্স মেকানিক, মেশিনিস্ট এবং ইলেক্ট্রনিক্স) করা আছে তেনারাই আবেদন করতে পারবেন, পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
কোথায় হবে নির্বাচন প্রক্রিয়া?
- বাসে : বালি, এসপ্ল্যানেড অথবা মেদিনীপুর থেকে পেপসি গেট বাস স্টপে নামুন। সেখান থেকে ২ মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাবেন। অথবা ধুলাগড় টোল ট্যাক্সে নামতে পারেন।
- ট্রেনে : নিকটতম স্টেশন শঙ্করাইল।
- সময় : ২৭/০৭/২০২৪ (শনিবার) সকাল ১০:৩০ মিনিট।
আরও পড়ুন : NCVT MIS ITI Admit Card 2024 : আইটিআই পরীক্ষা ২০২৪ !!! হল টিকিট ডাউনলোড করুন ২৫ জুলাই থেকে !!!