Contents
Job Fair Cum Apprenticeship Mela 2025 : পশ্চিমবঙ্গ সরকারের প্রযুক্তি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর-এর উদ্যোগে এবং উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে আগামীকাল, মঙ্গলবার ২রা সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ Job Fair-cum-Apprenticeship Mela।
এই মেলার আয়োজন করা হয়েছে Government ITI, Durgapur প্রাঙ্গণে।
মেলার উদ্দেশ্য :
এই জব ফেয়ারের মূল লক্ষ্য হলো রাজ্যের বিভিন্ন আইটিআই ও ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। দেশের একাধিক শীর্ষস্থানীয় কোম্পানি ও সংস্থা এখানে উপস্থিত থাকবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের জন্য চাকরি ও অ্যাপ্রেন্টিসশিপ অফার করবে।
অংশগ্রহণকারী সংস্থার নাম ও কর্মস্থল :
-
GE Power – দুর্গাপুর
-
Durgapur Tubes – দুর্গাপুর
-
Matix Fertilizers – দুর্গাপুর
-
Shyam Sel Steel – দুর্গাপুর
-
SD Lion Steel – বাঁকুড়া
-
L & T Serampore (MM) – হুগলি
-
Maharaja Udyog – দুর্গাপুর
-
Beekay Motors – আসানসোল
-
Tripti Infrastructure Pvt. Ltd. – দুর্গাপুর, আসানসোল
-
Satya Micro Finance – গুজরাট
-
Minda Kosei Aluminium Wheels Ind. Pvt. Ltd. – পশ্চিমবঙ্গ
-
Liimer Enterprise – দুর্গাপুর
-
Blue Bell – পুনে, পাঞ্জাব
-
Cait Edusys Pvt. Ltd. – দুর্গাপুর
-
Roy Engineering – চেন্নাই, বেঙ্গালুরু
-
Sun Bright – পশ্চিমবঙ্গ
-
Medhavi Foundation – সারা ভারত
-
Quess Corp – সারা ভারত
-
G.S.A. Foundation – সারা ভারত
-
Jobox-Arvind Textile – গুজরাট
-
IPS Group – চেন্নাই, বেঙ্গালুরু
-
VSS Enterprises – চেন্নাই, বেঙ্গালুরু
-
Creative Engineers / Ingenuity & Innovation Global Eduhealth Pvt. Ltd. – পশ্চিমবঙ্গ

Job Fair Cum Apprenticeship Mela 2025 শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা :
-
মেলায় যোগ দিতে হলে ছাত্রছাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
-
রেজিস্ট্রেশনের জন্য বিশেষ QR Code দেওয়া হয়েছে।

Student Registration -
মেলায় অংশগ্রহণকারী প্রত্যেককে সকালেই উপস্থিত থাকতে হবে।
👉 তারিখ: ২রা সেপ্টেম্বর ২০২৫।
👉 সময়: সকাল ১০টা থেকে।
-
আরও পড়ুন : ECL Recrutiment 2025 : ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে আইটিআই অ্যাপ্রেন্টিস নিয়োগ !!!




