Kalpataru Manufacturing Plant Requirements : গুজরাতের গান্ধীনগরে অবস্থিত কল্পতরু প্রজেক্টস ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে নতুন নিয়োগ । এই নিয়োগগুলি ফ্রেশারদের জন্য।
কী কী পদ খালি আছে?
- ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং – ১৫ জন।
- আই.টি.আই ফিটার – ৩০ জন।
- আই.টি.আই ওয়েল্ডার – ২০ জন।
- ১০ম/১২শ শ্রেণি পাশ – ৫০ জন।
বেতন কাঠামো :
- ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং : ₹ ১৬,০০০।
- আই.টি.আই ফিটার, আই.টি.আই ওয়েল্ডার : ₹ ১৪,০০০।
- ১০ম/১২শ শ্রেণি পাশ : ₹ ১৩,০০০।
অতিরিক্ত সুবিধা :
- সমস্ত নিয়োগ NSPS এর অধীনে হবে (National Apprenticeship Promotional Scheme)।
- কোম্পানি থাকার সুবিধা দেবে।
- কাজের সময়সূচি ৮ ঘণ্টার। শিফট হবে রোটেশন এর ভিক্তিতে।
কিভাবে আবেদন করবেন?
আবেদন করার জন্য নিচে দেওয়া গুগোল ফরম টি ফিল আপ করুন।