Kolkata Metro Recruitment 2023 : কলকাতা মেট্রো রেল বিভাগে জারি হলো নিয়োগ এর বিজ্ঞপ্তি । ন্যূনতম যোগ্যতা আই টি আই পাস । কোনো রকম পরীক্ষা না নিয়েই প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে। বিস্তারিত বিবরণ জানতে সঙ্গে থাকুন।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1sgVJRPssFESpzsES1HJkWqz7U08yH36s/view?usp=sharing
নিয়োগকারী সংস্থা : মেট্রো রেল বিভাগ তথা কলকাতা মেট্রো রেল বিভাগে নেওয়া হবে কর্মী।
যে সমস্ত পদে মূলত কর্মী নিয়োগ করা হবে : প্রার্থীদের মূলত অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসাবে নিযুক্ত করা হবে। সেক্ষেত্রে মোট চার ধরনের পদ তথা ক্ষেত্র রয়েছে,
- ফিটার।
- ইলেকট্রিশিয়ান।
- মেকানিস্ট।
- ওয়েল্ডার।
শূন্যপদ : 129 শূন্যপদে প্রার্থীদের নিযুক্ত করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই পাশ করে থাকতে হবে।
বয়সসীমা : 15 থেকে 24 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন। SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া : কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না । প্রার্থীদের মাধ্যমিক এবং আইটিআই এর নম্বরের ভিত্তিতে মেরিট প্রস্তুতি করে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
- নিচে দেওয়া লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করুন।
Click here for Downloads Application Form : https://drive.google.com/file/d/1bN9XuRq97IFRF4RO-ZpBquL1XZQSbElJ/view?usp=sharing
- নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র ভালো করে পূরণ করতে হবে।
- সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি, বয়স, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।
- ফর্মের মধ্যে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে একটি সিগনেচার করুন নিজের।
- সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব ফর্মের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
- উল্লেখ্য, আবেদনের পূর্বে নিম্নে প্রদত্ত অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।
আবেদনের সময়সীমা : আগামী 04/01/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে।
আবেদন পাঠানোর ঠিকানা : Dy, CPO, Metro Railway, Metro Rail Bhawan, 33/1, J.L. Neheru Road, Kolkata-700071.