Kolkata Police Recruitment : কলকাতা পুলিশে ৩,৭৩৪ কনস্টবেল পদে নিয়োগ !!! আবেদন শুরু, কীভাবে করবেন আবেদন ?

WhatsApp Group Join Now
Google News Follow

Kolkata Police Recruitment : কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ করা হতে চলেছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হল। ৩,৭৩৪ পদে নিয়োগ করা হবে। কীভাবে আবেদন করতে হবে, বয়সসীমা কত, কত টাকা লাগবে, কীভাবে নিয়োগ হবে, তা দেখে নিন।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1qadSGX4im2vAoSWudeKlukWeZoNbg7R5/view?usp=sharing

১ মার্চ থেকে (রাত ১২ টা ১ মিনিট) থেকে আগামী ২৯ মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে। ওই সময়ের মধ্যেই অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। কারও আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধনের সুযোগ পাবেন। আগামী ১ এপ্রিল থেকে আগামী ৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে ‘এডিট উইন্ডো’ চালু থাকবে।

অনলাইনে আবেদন করতে হবে কীভাবে?

  • পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে (wbpolice.gov.in) যেতে হবে।

Click here for Official Website : wbpolice.gov.in

  • হোমপেজের উপরের দিকে ‘Recruitment’ ট্যাব আছে। সেখানে ক্লিক করলে আরও একটি ‘Recruitment’ দেখতে পাবেন। তাতে ক্লিক করতে হবে।

    Recruitment Tab
    Recruitment Tab
  • একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে ফের একটি ‘Recruitment’ আছে। ঠিক নীচেই ‘Recruitment to the post of Constables/Lady Constables in Kolkata Police 2024’ রয়েছে। পাশেই আছে ‘Get Details’। তাতে ক্লিক করতে হবে।

    Recruitment to the post of Constables and Lady Constables in Kolkata Police 2024
    Recruitment to the post of Constables and Lady Constables in Kolkata Police 2024
  • নয়া পেজ খুলে যাবে। ‘Recruitment to the post of Constables/Lady Constables in Kolkata Police 2024’-র নীচেই আছে ‘Fill up application form online’। সেটার পাশে যে ‘Get Details’ আছে, তাতে ক্লিক করতে হবে।
  • তাহলে ফের একটি নয়া পেজ খুলে যাবে। সেখান থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • ওই নতুন পেজের বাঁ-দিকে ‘On-Going Recruitment’ আছে। সেটার নীচেই আছে ‘The Post of Constables/Lady Constables in KP 2024’।

    WEST BENGAL POLICE RECRUITMENT BOARD
    WEST BENGAL POLICE RECRUITMENT BOARD

Click here for Apply Online : https://wbprb.applythrunet.co.in/Login.aspx?L=A

  • ফের একটি নতুন পেজ খুলে যাবে। ‘The Post of Constables/Lady Constables in KP 2024’-র নীচেই আবেদনের জায়গা পাবেন। ‘Apply Online’-এ ক্লিক করতে হবে।
  • একটি নতুন পেজ খুলে যাবে। যদি আগে থেকে অ্যাকাউন্ট না থাকে, তাহলে ‘লগইন’ করতে হবে। আর অ্যাকাউন্ট না থাকলে পেজের ডানদিকে ‘Are you a new user?’-র নীচে থাকা ‘Sign Up’-তে ক্লিক করতে হবে প্রার্থীদের।
  • নতুন একটি পেজ খুলে যাবে। নিজের নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর, ইউজারনেম ও পাসওয়ার্ড সাইন-আপ করতে হবে। তাহলেই আপনার ফোন এবং ইমেল আইডিতে ওটিপি যাবে। নির্দিষ্ট জায়গায় সেই ওটিপি দিয়ে ‘Verify OTP’-তে ক্লিক করতে হবে। সঠিক ওটিপি দিলে রেজিস্ট্রেশন হয়ে যাবে।
  • এবার ‘Login’-র জায়গা পাবেন। তাতে ক্লিক করতে হবে। তাহলে একটি নতুন পেজ খুলে যাবে। ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তাহলে অনলাইনে আবেদনপত্র খুলে যাবে।
  • প্রথমে ব্যক্তিগত তথ্য দিতে হবে। দিতে হবে যাবতীয় তথ্য। তারপর শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। পরবর্তী ধাপে আপলোড করতে হবে ছবি ও স্বাক্ষর। শেষে টাকা জমা দিলে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হবে।

কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের শিক্ষাগত যোগ্যতা।

  • যে প্রার্থীরা কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে চান, তাঁদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা অন্য কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।
  • যে প্রার্থীরা আবেদন করবেন, তাঁদের অবশ্যই বাংলায় লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য সাব-ডিভিশনের ক্ষেত্রে সেই নিয়ম কার্যকর হবে না।

কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের বয়সসীমা।

প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ হতে হবে। যে প্রার্থীদের বয়স ৩০-র বেশি, তাঁরা আবেদন করতে পারবেন না। ২০২৪ সালের ১ জানুয়ারির নিরিখে হিসাব করা হবে। সেইসঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, সংরক্ষিত প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে।

  • তফসিলি জাতি ও তফসিলি উপজাতিভুক্ত প্রার্থীদের বয়সের সর্বোচ্চসীমায় পাঁচ বছরের ছাড় দেওয়া হবে। একই সুযোগ পাবেন কলকাতা পুলিশে কাজ করা সিভিক ভলান্টিয়াররা। তাঁরা ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
  • ৩৩ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থী (ওবিসি-এ এবং ওবিসি-বি) এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীরা।
  • এক্স-সার্ভিসম্যান : যত বছর কাজ করেছেন, তত বছর সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন। তবে সর্বোচ্চ বয়স ৪০ হতে হবে।

আবেদন ফি।

তফসিলি জাতি ও তফসিলি উপজাতি প্রার্থী ছাড়া বাকি সব আবেদনকারীদের ১৭০ টাকা দিতে হবে। পশ্চিমবঙ্গের তফসিলি জাতি ও তফসিলি উপজাতি প্রার্থীদের দিতে হবে ২০ টাকা। প্রার্থীর নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ওয়ালেটের মাধ্যমের আবেদন ফি জমা দিতে পারবেন।

নিয়োগের প্রক্রিয়া।

  • প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত পরীক্ষা) : ১০০ নম্বরের পরীক্ষা হবে।
  • ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (পিএমটি)।
  • ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (পিএটি)।
  • চূড়ান্ত লিখিত পরীক্ষা (ফাইনাল টেস্ট): ৮৫ নম্বরের পরীক্ষা হবে।
  • ইন্টারভিউ: ১৫ নম্বরের হবে।
  • ভেরিফিকেশন।
  • মেডিক্যাল টেস্ট।
  • নিয়োগপত্র বণ্টন।

আরও পড়ুন : Maruti Suzuki India Ltd. Recruitment : মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড – গুরগাঁও / মানেসারে নতুন কর্মীদের জন্য আবেদনের বিজ্ঞপ্তি !!! নিয়োগ প্রক্রিয়া হবে অনলাইনের মাধ্যমে !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles