Contents
L & T Recruitment 2026 : দেশের অন্যতম শীর্ষ ইঞ্জিনিয়ারিং ও নির্মাণ সংস্থা Larsen & Toubro (L&T) আয়োজন করতে চলেছে একটি রিক্রুটমেন্ট ড্রাইভ, যা অনুষ্ঠিত হবে পুর্বস্থলী-I গভর্নমেন্ট আইটিআই, পূর্ব বর্ধমান জেলায়। আইটিআই উত্তীর্ণ যুবক-যুবতীদের জন্য এটি একটি বড় কর্মসংস্থানের সুযোগ।
নিয়োগের বিস্তারিত তথ্য :
-
সংস্থা: Larsen & Toubro (L&T)
-
রিক্রুটমেন্ট ড্রাইভ ভেন্যু : Purbasthali-I Government ITI, পূর্ব বর্ধমান।
-
চাকরির স্থান : সারা ভারত জুড়ে।
কাজের সময় ও প্রশিক্ষণ :
-
প্রাথমিকভাবে ২ মাসের প্রশিক্ষণ প্রদান করা হবে।
-
প্রশিক্ষণ শেষ হওয়ার পর ডিউটি টাইম : ৮ ঘণ্টা।
বেতন কাঠামো :
-
প্রশিক্ষণ শেষে মাসিক বেতন: ₹১৫,০০০ থেকে ₹১৮,০০০।
ইন্টারভিউয়ের তারিখ ও সময় :
-
ইন্টারভিউ তারিখ : ১৩ই জানুয়ারি, ২০২৬।
-
সময়: সকাল ১১টা থেকে।
-
ইন্টারভিউ ভেন্যু :পুর্বস্থলী-I গভর্নমেন্ট আইটিআই।
আরও পড়ুন : GRSE Apprentice Recruitment 2025 : ২২০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ | অনলাইন আবেদন শুরু |



