Madhyamik Examination 2025 : ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা এখন পুরোদমে প্রস্তুতিতে ব্যস্ত। অধিকাংশ স্কুলে টেস্ট পরীক্ষা শেষ হলেও, অনেকেই এখনও মাধ্যমিক পরীক্ষার সঠিক রুটিন জানেন না। পরীক্ষা কবে শুরু হবে? কোন দিনগুলোতে ছুটি থাকবে? জেনে নিন বিস্তারিত।
Click here for Official Website to know more Details : https://wbbse.wb.gov.in/Web/Home?l=Z%2F%2F2JeEw6P%2FkXiUjdLauQg%3D%3D
২০২৫ মাধ্যমিক পরীক্ষার রুটিন :
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০ ফেব্রুয়ারি, সোমবার। প্রথম দিন পরীক্ষার বিষয় হবে বাংলা। পরের দিন, ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার, নেওয়া হবে ইংরেজি পরীক্ষা। এরপর পরীক্ষার্থীরা তিনদিন বিরতি পাবে।
ছুটির পর পরীক্ষা আবার শুরু হবে ১৫ ফেব্রুয়ারি, শনিবার, সেদিন হবে গণিত পরীক্ষা। এরপর ১৬ ফেব্রুয়ারি, রবিবার স্বাভাবিক ছুটি। ১৭ ফেব্রুয়ারি, সোমবার, অনুষ্ঠিত হবে ইতিহাস পরীক্ষা। ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার, পরীক্ষার বিষয় হবে ভূগোল। এরপর ১৯ ফেব্রুয়ারি, বুধবার, হবে জীবন বিজ্ঞান পরীক্ষা, এবং শেষ দিন, ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, নেওয়া হবে ভৌতবিজ্ঞান পরীক্ষা।