Madhyamik Pass Job 2024 : মাধ্যমিক পাশে কি কি চাকরি আছে পশ্চিমবঙ্গে ? পরীক্ষার নাম এবং সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল।

WhatsApp Group Join Now
Google News Follow

Madhyamik Pass Job 2024 : মাধ্যমিক পাস যোগ্যতায় প্রতিবছরে কোনো না কোনো রিকুটমেন্ট আসে ।  পুলিশ ডিপার্টমেন্ট সরকারি অফিস পোস্ট অফিস এইসব ডিপার্টমেন্টের মাধ্যমিক পাশ যোগ্যতার কতগুলি পরীক্ষার নাম এবং সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল।

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল :  পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের জন্য একটি বড় ভ্যাকান্সি আসে। ন্যূনতম যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস প্রয়োজন।

  • বয়স :: ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত। SC/ST/OBC প্রার্থীদের কিছু ছাড় রয়েছে।
  • শিক্ষাগত যোগ্যতা :: মাধ্যমিক পাস
  • বেতন :: 22500 টাকা থেকে 58500 টাকা পর্যন্ত।
  • সরকারি সংস্থা :: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড
  • Website ::  https://prb.wb.gov.in/

কলকাতা পুলিশ কনস্টেবল : কলকাতা পুলিশ কনস্টেবল পদের জন্য একটি বড় ভ্যাকান্সি আসে। ন্যূনতম যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস প্রয়োজন।

  • বয়স :: ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত। SC/ST/OBC প্রার্থীদের কিছু ছাড় রয়েছে।
  • শিক্ষাগত যোগ্যতা :: মাধ্যমিক পাস
  • বেতন :: 22500 টাকা থেকে 58500 টাকা পর্যন্ত।
  • সরকারি সংস্থা :: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড
  • Website ::  https://prb.wb.gov.in/

ফুড সাবইন্সপেক্টর ( WBPSC Food SI ) :  ফুড সাব – ইন্সপেক্ট পরীক্ষাটি হল খাদ্য দপ্তরের একটি পরীক্ষা। খাদ্য দপ্তর সংক্রান্ত বিভিন্ন ব্লক অফিস বা রেশন বিভাগ বা অন্য কোন এই ধরনের অফিসে কাজের জন্য কর্মীর প্রয়োজন হয়। তখন ফুড এসআই পরীক্ষা নেওয়া হয়ে থাকে। যদিও এটি প্রতিবছর নিয়ম মেনে হয় না।

  • বয়স :: 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত। SC/ST/OBC প্রার্থীদের কিছু ছাড় রয়েছে।
  • শিক্ষাগত যোগ্যতা :: মাধ্যমিক পাস।যোগ্যতা আরও বেশি থাকলে সেটিও দেখানো যাবে।
  • বেতন :: 22700 টাকা থেকে 58500 টাকা পর্যন্ত।
  • সরকারি সংস্থা :: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন
  • Website ::  wbpsc.gov.in

ক্লার্কশিপ পরীক্ষা ( WBPSC Clearkship) : পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা নিয়ন্ত্রিত একটি পরীক্ষা। বিভিন্ন সরকারি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর বা এই ধরনের কর্মী প্রয়োজন হয়ে থাকে। ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে মাধ্যমিক পাস এবং কম্পিউটার সার্টিফিকেট দ্বারা এই এই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ করা হয়।

  • বয়স :: 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত।  SC/ST/OBC প্রার্থীদের কিছু ছাড় রয়েছে।
  • শিক্ষাগত যোগ্যতা :: মাধ্যমিক পাস।যোগ্যতা আরও বেশি থাকলে সেটিও দেখানো যাবে।
  • বেতন :: 22700 টাকা থেকে 58500 টাকা পর্যন্ত।
  • সরকারি সংস্থা :: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন
  • Website ::  https://wbpsc.gov.in/

গ্রামীণ ডাক সেবক বা SSC GDS :  ভারতীয় পোস্ট অফিসের বিভিন্ন গ্রামীন শাখা ব্রাঞ্চে এই পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। মূলত এটি মাধ্যমিকের এর নাম্বারের মেরিট লিস্ট অনুযায়ী হয়ে থাকে । সারা ভারতের একটি বিপুল সংখ্যক কর্মী নিয়োগ হয়ে থাকে এই চাকরির জন্য ।অবশ্যই তবে রাজ্য অনুযায়ী ভ্যাকান্সির পরিমাণ কিছুটা হলেও কম হতে পারে। এগুলি হল

  • বয়স :: 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত। SC/ST/OBC প্রার্থীদের কিছু ছাড় রয়েছে।
  • শিক্ষাগত যোগ্যতা :: মাধ্যমিক পাস।যোগ্যতা আরও বেশি থাকলে সেটিও দেখানো যাবে।
  • বেতন :: 22000 টাকা থেকে শুরু।
  • সরকারি সংস্থা :: ভারতীয় ডাক বিভাগ
  • Website ::  https://www.indiapost.gov.in/

স্বাস্থ্য বিভাগ ( WB Health Department )  : পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগ ও মাধ্যমিক পাশে সরকারি কতগুলি পোস্ট রয়েছে।এগুলি হলো গ্রুপ ডি কর্মী , একাউনডেন্ট,  ওয়ার্ড বয় বা গার্লস । কিছু কিছু ক্ষেত্রে বিশেষ সার্টিফিকেট থাকতে হবে।

  • বয়স :: 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত। SC/ST/OBC প্রার্থীদের কিছু ছাড় রয়েছে।
  • শিক্ষাগত যোগ্যতা :: মাধ্যমিক পাস।যোগ্যতা আরও বেশি থাকলে সেটিও দেখানো যাবে।
  • বেতন :: পোস্ট অনুযায়ী বেতন।
  • সরকারি সংস্থা :: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগ ।

Website ::  https://wbhealthscheme.gov.in/ 

পশ্চিমবঙ্গ মিউনিসিপাল কর্পোরেশন : 

পশ্চিমবঙ্গের বিভিন্ন মিউনিসিপালপার্টি অফিসে মাধ্যমিক পাস যোগ্যতায় বেশ কিছু চাকরি রয়েছে। যেমন কেরানিপদ ,গ্রুপ ডি স্টাফ এছাড়াও আরো অন্যান্য রয়েছে।

  • বয়স :: 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত। SC/ST/OBC প্রার্থীদের কিছু ছাড় রয়েছে।
  • শিক্ষাগত যোগ্যতা :: মাধ্যমিক পাস।যোগ্যতা আরও বেশি থাকলে সেটিও দেখানো যাবে।
  • বেতন :: পোস্ট অনুযায়ী বেতন।
  • সরকারি সংস্থা :: পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল ​​সার্ভিস কমিশন

Website ::  https://www.mscwb.org/

রেলওয়ে গ্রুপ ডি ( Railway Group – D ) :  ভারতে রেলওয়ে বিভাগে চাকরি করার জন্য স্কুলের শিক্ষাগত যোগ্যতা ছাড়াও অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হয়ে থাকে।তবে মাধ্যমিক পাশ যোগ্যতাতেও রেলওয়েতে আবেদন করা যায় যেমন রেলওয়ে টিটি । এছাড়াও আরো গ্রুপ ডি পদ রয়েছে রেলওয়ের জন্য।

  • বয়স :: 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত। SC/ST/OBC প্রার্থীদের কিছু ছাড় রয়েছে।
  • শিক্ষাগত যোগ্যতা :: মাধ্যমিক পাস।যোগ্যতা আরও বেশি থাকলে সেটিও দেখানো যাবে।
  • বেতন :: 22000 টাকা থেকে 25000 টাকা পর্যন্ত।
  • সরকারি সংস্থা :: রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ড
  • Website :: https://indianrailways.gov.in/

আরও পড়ুন : SUNPOWER ENERGY TECHNOLOGIES PVT LTD Recruitment 2024 : সোলার পিভি সিস্টেম ইন্সটলেশনে কাজের সুযোগ !!! ট্রেনি ইন্সটলেশন ও মেরামত টেকনিশিয়ান পদে কাজের সুযোগ !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles