Contents
Maruti Suzuki India Ltd. Recruitment 2026 : দেশের অন্যতম বৃহৎ অটোমোবাইল সংস্থা Maruti Suzuki India Limited-এ Non-Executive (FTE – Fixed Tenure Employment) পদে জরুরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সর্বোচ্চ ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ।
এই নিয়োগের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ অনুষ্ঠিত হবে টলিগঞ্জ গভর্নমেন্ট ITI, কলকাতায়।
পদের বিবরণ (Job Details) :
-
সংস্থা : Maruti Suzuki India Limited
-
পদ : Non-Executive (FTE)
-
চাকরির ধরন : Fixed
-
চাকরির স্থান : গুরগাঁও ও মানেসর (হরিয়ানা)
যোগ্যতা (Eligibility Criteria) :
-
ন্যূনতম মাধ্যমিক (10th Pass) – কমপক্ষে ৪০% নম্বর আবশ্যক।
-
ITI Pass (শুধুমাত্র Pass-out প্রার্থীরা আবেদন করতে পারবেন)।
-
বয়স: ১৮ থেকে ২৫ বছর ৯ মাস (যোগদানের সময়)।
-
লিঙ্গ : শুধুমাত্র পুরুষ প্রার্থী।
-
ট্রেড :
-
Fitter
-
Diesel Mechanic
-
Welder
-
M.M.V
-
Painter
-
Tractor Mechanic
-
Technician Automotive Manufacturing (ST)
-
-
৪-চাকার ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক
বেতন ও সুযোগ-সুবিধা :
-
মাসিক আনুমানিক CTC : ₹৪০,০০০/-
-
সুবিধা:
-
ভর্তুকিযুক্ত খাবার।
-
ইউনিফর্ম ও জুতো (কোম্পানির নীতি অনুযায়ী)।
-
ছুটি: কোম্পানির নিয়ম অনুযায়ী।
-
👉 ৩ বছর পর কর্মদক্ষতার ভিত্তিতে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process) :
-
প্রক্রিয়া : অনলাইন রিক্রুটমেন্ট।
-
Spot Registration : ইন্টারভিউয়ের দিনেই করা হবে।
ইন্টারভিউ ও পরীক্ষার বিবরণ :
-
ইন্টারভিউ ভেন্যু :
Tollygunge Government ITI, কলকাতা -
পরীক্ষা ও ইন্টারভিউ তারিখ :
১৫ ও ১৬ জানুয়ারি ২০২৬



