২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছিল বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামের। ভারতের এই স্টেডিয়ামে এক লাখ ৩২ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন।
মেলবোর্ন ছিল বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। সেখানে এক লাখের কিছু বেশি দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন।
নরেন্দ্র মোদি স্টেডিয়াম উদ্বোধনের পরই করোনার প্রকোপ শুরু হয়। ফলে এই স্টেডিয়ামে একশো শতাংশ দর্শক নিয়ে কোনও ম্যাচ হয়নি এখনও। আজ এই স্টেডিয়ামে এক লক্ষ ১০ হাজার দর্শক বসে খেলা দেখবেন।
এই স্টেডিয়ামে চারটি ড্রেসিং রুম রয়েছে। ক্যাম্পাসে রয়েছে বিশাল জিম। অলিম্পিক্সের মতো বিশাল সুইমিং পুল রয়েছে। ৭৬টি কর্পোরেট বক্স রয়েছে। ৩ হাজার গাড়ি ও ১০ হাজার টু হুইলার পার্কিং-এর ব্যবস্থা রয়েছে।
২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছিল বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামের। ভারতের এই স্টেডিয়ামে এক লাখ ৩২ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন।