NIT Internship 2023 : স্টুডেন্ট ইন্টার্ন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি, দুর্গাপুর (NIT Durgapur)। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (DRDO) অর্থপুষ্ট প্রকল্পে মিলবে এই ইন্টার্নশিপ। নিযুক্ত ইন্টার্নদের মাসিক ৪ হাজার টাকা বেতন দেওয়া হবে। এবার এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Click here for Official Notification : https://nitdgp.ac.in/uploads/CAIR-DRDO-INTERN_Final.pdf
ইন্টার্ন মেয়াদ।
১৫ মাসের মেয়াদে ইন্টার্ন হিসাবে নিয়োগ করা হবে।
কতো স্টুডেন্ট কে ইন্টার্ন হিসাবে নিয়োগ করা হবে।
মোট ৬ জন স্টুডেন্ট ইন্টার্নকে নিয়োগ করা হবে।
গবেষণা প্রজেক্টের নাম –‘পারফরম্যান্স ইভ্যালুয়েশন অফ ওপেন সোর্স লিমিটেড, স্পিকার ডায়ারাইজেশন অ্যান্ড স্পিচ এনহ্যান্সমেন্ট অ্যালগরিদম।
শিক্ষাগত যোগ্যতা-
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজিতে বিই/ বিটেক/ এমসিএ/ এমএসসি ডিগ্রী থাকতে হবে।
- পাশাপাশি ন্যূনতম ৭০ শতাংশ নম্বর অথবা ৭.৫ সিজিপিএ নিয়ে ডিগ্রী লাভ করতে হবে।
- পাশপাশি মেশিন লার্নিং, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, স্পিচ প্রসেসিং-র উপর কাজের অভিজ্ঞতা থাকা জরুরি।
মাসিক বেতন – এই প্রজেক্টে নিযুক্ত ইন্টার্নদের মাসিক ৪ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আগামী ১ আগস্ট এর মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া গুগল ফর্মের মাধ্যমে আবেদন জানাতে হবে। এরপর বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ হবে অনলাইন অথবা অফলাইনে।
Link to Google form. : https://forms.gle/znpEbVcopbxxFsfy8
আরও পড়ুন : DRDO Recruitment 2023 : DRDO RAC নিয়োগ ! বিজ্ঞপ্তি আউট – নিবন্ধন লিঙ্ক !!