Post Office Recruitment 2024 : ভারতের যে সমস্ত শিক্ষাপড়ুয়ারা মাধ্যমিক পাশ করে সরকারি চাকরি খুঁজছেন, তাদের জন্য দারুন সুখবর।
ভারতীয় পোস্ট অফিসের পক্ষ থেকে স্টাফ কার ড্রাইভার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের এখানে মাসিক বেতন ১৯,৯০০ টাকা প্রদান করা হবে।
Click here for Official notification : https://drive.google.com/file/d/1Owik5THcfbU1sLHygJBOpwNs24d_Y_Us/view?usp=sharing
India Post Recruitment 2024-25: বিবরণ
পদের নাম ও শূন্যপদ : ভারতীয় পোস্ট অফিসে স্টাফ কার ড্রাইভার পদে মোট ১৮ জন কর্মী নিয়োগ করা হবে।
মাসিক বেতন : প্রার্থীদের এখানে মাসিক বেতন ১৯,৯০০ টাকা প্রদান করা হবে।
যোগ্যতার মানদণ্ড (India Post Recruitment 2024-25 Eligibility Criteria) :
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা : ভারতীয় পোস্ট অফিসের স্টাফ কার ড্রাইভার পদে আবেদন করার জন্য আবেদনকারীদের ৪৫% নম্বরসহ মাধ্যমিক পাশ হতে হবে এবং বয়স ১৮-২৭ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি (India Post Recruitment 2024 Apply Process) : আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন মূল্য : আবেদনকারীদের থেকে ১০০/- টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে।
Click here for Apply Online : https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx
আবেদন তারিখ : আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৪/১২/২০২৪ থেকে এবং শেষ তারিখ ১২/০১/২০২৪।
নিয়োগ প্রক্রিয়া (India Post Recruitment 2024-25 Selection Process) : প্রার্থীদের ট্রেড পরীক্ষা এবং ড্রাইভিং পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য নির্বাচিত করা হবে।