Railway Group D Recruitment : রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ বিজ্ঞপ্তি !!! পদে বিজ্ঞপ্তি প্রকাশিত,ফর্ম ফিলাপ কবে থেকে শুরু?

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

Railway Group D Recruitment : ভারতীয় রেলের গ্রুপ-ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বহু প্রতীক্ষার পর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়। ন্যূনতম যোগ্যতায় আবেদন করার সুযোগ রয়েছে। শূন্যপদ ও অন্যান্য তথ্যের বিস্তারিত জানার জন্য সংস্থার নির্দেশিকা দেখুন। বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদন পড়ুন।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1Dc57rBko72rygtmsEVJeucypf1kq66Cx/view?usp=sharing

  • নোটিফিকেশন নম্বর : 08/2024।
  • পদের নাম : Level-1 (গ্রুপ-ডি)।
  • মোট শূন্যপদ : ৩২,৪৩৮ টি।

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ বিজ্ঞপ্তি (নোটিফিকেশন নম্বর : 08/2024)

পদের নাম
শূন্যপদের সংখ্যা
Pointsman-B 5,058
Assistant (Track Machine) 799
Assistant (Bridge) 301
Track Maintainer Gr. IV 13,187
Assistant P-Way 257
Assistant (C&W) 2,587
Assistant TRD 1,381
Assistant (S&T) 2,012
Assistant Loco Shed (Diesel) 420
Assistant Loco Shed (Electrical) 950
Assistant Operations (Electrical) 744
Assistant TL & AC 1,041
Assistant TL & AC (Workshop) 624
Assistant (Workshop) (Mech) 3,077
মোট শূন্যপদের সংখ্যা 32,438

 

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস অথবা ITI পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিভিন্ন পদের বিবরণ জানতে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অপেক্ষা করুন। মাধ্যমিক ও ITI যোগ্যতায় আবেদনকারীরা সুযোগ পাবেন।

বয়স সীমা : ১৮ থেকে ৩৬ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নির্ধারিত বয়স ছাড় পাবেন।

মাসিক বেতন : 7th CPC Pay Level 1 অনুযায়ী প্রতি মাসে ন্যূনতম ₹১৮,০০০/-। রেলের অতিরিক্ত সুবিধাও প্রযোজ্য।

আবেদন পদ্ধতি : প্রার্থীরা RRB-র অফিশিয়াল ওয়েবসাইট থেকে ২৩ জানুয়ারি, ২০২৫ থেকে ২২ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

অনুগ্রহ করে বিস্তারিত পদের বিবরণ ও নির্দেশিকার জন্য RRB-র অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

নিয়োগ প্রক্রিয়া : লিখিত কম্পিউটার বেসড পরীক্ষা (CBT) ও শারীরিক পরীক্ষা (PET)-এর মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। আরও বিস্তারিত জানতে, RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ভালোভাবে পর্যালোচনা করুন।

আরও পড়ুন : State Skill Competition 2024-25 : পশ্চিমবঙ্গ রাজ্য দক্ষতা প্রতিযোগিতা-২০২৪-২৫ শুরু হতে চলেছে !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Would you like to receive notifications on latest updates? No Yes