Railway Recruitment 2024 : রেলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি !!! 1113 শূন্যপদ !!! মাধ্যমিক পাশ সহ আই.টি.আই পাশে আবেদন করুন !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Railway Recruitment 2024 : রেল বিভাগে নতুন এক নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে (South East Central Railway) এর তরফে নিয়োগ করা হবে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1BNqluvlOJUGzzhwuund9ayEdxl3RZXv-/view?usp=sharing

নিয়োগকারী সংস্থা :- দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে (South East Central Railway) এর তরফে নিয়োগ করা হবে।

শূন্যপদ : ১১১৩ টি।

Vacancy
Vacancy

পদের নাম :- অ্যাপ্রেন্টিস।

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই করে থাকতে হবে।

বয়সসীমা :- 15-24 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য। রিজার্ভ ক্যাটাগরি যেমন SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।

Age Limit
Age Limit

Click here for Official Website : https://secr.indianrailways.gov.in/

আবেদন প্রক্রিয়া :-

  • অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

Click here for Apply Online : https://www.apprenticeshipindia.gov.in/candidate-registration

  • আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট যেতে হবে তারপর রেজিস্ট্রেশন করতে হবে ।
  • রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই বৈধ ইমেল এড্রেসের ও মোবাইল নাম্বার দিতে হবে।
  • তারপর লগইন করে আবেদন পত্রটি নির্ভুল ভাবে ফিলাপ করতে হবে।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন ফি পেমেন্ট করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন করবে তাদের মাধ্যমিক ও আইটিআই এর নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্টে বার করা হবে। সেখানে যাদের নাম থাকবে তাদের চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা :- আগামী 01/05/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

Helpline Contact
Helpline Contact

আরও পড়ুন : Hindustan Organic Chemicals Limited Recruitment 2024 : হিন্দুস্তান অর্গানিক কেমিক্যালস লিমিটেড নিয়োগ !!! বিজ্ঞপ্তি প্রকাশ !!! অনলাইনে আবেদন করুন !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles