Railway Recruitment 2024 : প্রশিক্ষণের মাধ্যমে ভারতীয় রেল বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগ করবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। প্রশিক্ষণ চলা কালীন পাবেন মাসিক স্টাইপেন্ড। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আগ্রহী চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। নিয়োগের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা, মাসিক স্টাইপেন্ড সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্যগুলি উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1Y–vYFnIn2yrI9Bl-maNAxB2ZQQaYrS_/view?usp=sharing
মোট শূন্যপদ : ২,৪২৪ টি।
পদের নাম : ট্রেড অ্যাপ্রেন্টিস।
যোগ্যতা :
- শিক্ষাগত যোগ্যতা :
- স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০% নম্বর সহ মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এনসিভিটি) অথবা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এসসিভিটি) স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে যেকোনো একটি ট্রেডে ট্রেনিং-এর সার্টিফিকেট থাকতে হবে।
- বয়স: ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগ্রহী আবেদনকারীরা।
Click here 1st time Registration for Online application : https://rrccr.com/TradeApp/Registration/Index
Click here for already Registered Candidates for Online application : https://rrccr.com/tradeapp/login
- এরজন্য www.rrccr.com ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে।
- এরপর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ অন্যান্য নথিপত্র নির্দেশ অনুযায়ী সঠিকভাবে আপলোড করতে হবে।
- নথিপত্র আপলোড হওয়ার পর নির্দিষ্ট আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করতে হবে।
আবেদন ফি : প্রত্যেক আবেদনকারীকে এককালীন ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।
আবেদনের শেষ তারিখ : ১৫ আগস্ট, ২০২৪।