Railway Recruitment 2024 : রেলওয়েতে নতুন করে কর্মী নিয়োগের সুখবর ! রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ৮ হাজারের কাছাকাছি শূন্য পদে নিয়োগ করা হবে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1Pjn61gNaeDcp8z3LYUIrsb-CttNEAzvt/view?usp=sharing
সুপারিনটেনডেন্ট, সুপারভাইজার সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার প্রার্থীরাও এই নিয়োগে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
Employment No.— 03/2024
পদের নাম :
- Superintendent,
- Junior Engineer (JE),
- Chemical,
- Research & Metallurgical Supervisor,
- Material ,
- Chemical & Metallurgical Assistant
পদসংখ্যা : মোট পদ: ৭৯৫১
-
- সাধারণ শ্রেণি (UR): ৩৫৭৫
- অনুসূচিত জাতি (SC): ১১১৫
- অনুসূচিত উপজাতি (ST): ৫৮৯
- অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণি (OBC): ১৭৯০
- অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি (EWS): ৮৮২
বয়সসীমা :
- ১ জানুয়ারি, ২০২৫ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে।
- সমস্ত ধরনের তপশিলি জাতিভুক্ত আবেদনকারী, ওবিসি শ্রেণীভুক্ত আবেদনকারী এবং শারীরিকভাবে প্রতিবন্ধী শ্রেণীর আবেদনকারীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় উপলব্ধ থাকবে।
শিক্ষাগত যোগ্যতা : সুপারিনটেনডেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার (কেমিক্যাল), রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার, ম্যাটেরিয়াল, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে কেমিক্যাল টেকনোলজি, মেটালিউরজিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা অথবা রসায়নে স্নাতকোত্তর ডিগ্রী, ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বিভিন্ন টেকনোলজিক্যাল ডিগ্রী ইত্যাদি ডিগ্রীগুলির যেকোনো একটি অর্জন করে থাকতে হবে।
মাসিক বেতন :
- সুপারভাইজার: এই পদের জন্য মাসিক ধার্য বেতন হল ৪৪,৯০০/- টাকা।
- ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট: অন্যদিকে, ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট পদের মাসিক কার্য বেতন হল ৩৫,৪০০/- টাকা।
আবেদন পদ্ধতি:
- অনলাইনে আবেদন : রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
Click here for Apply Online : https://www.rrbapply.gov.in/#/auth/landing
Create an Account : https://www.rrbapply.gov.in/#/auth/home?flag=true
Sign Into Your Account : https://www.rrbapply.gov.in/#/auth/home
- রেজিস্ট্রেশন : প্রথমে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে। বৈধ মোবাইল এবং ইমেইল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করার পর লগইন করে অনলাইন ফর্মে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
- ডকুমেন্ট আপলোড : সঠিকভাবে সমস্ত তথ্য পূরণ করার পর নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টগুলিকে আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা : সবশেষে ধার্য আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করতে হবে।
আবেদন ফি :
- তপশিলি জাতি/মহিলা/ট্রান্সজেন্ডার/ওবিসি : ২৫০/- টাকা
- অন্যান্য : ৫০০/- টাকা
নিয়োগ পদ্ধতি :
- অনলাইন CBT পরীক্ষা : দুটি ধাপে অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
- ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট : দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে চূড়ান্ত বাছাই করা হবে।
আবেদনের শেষ তারিখ : ২৯ আগস্ট, ২০২৪। ৩০ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র সংশোধনের উইন্ডো খোলা থাকবে।
আরও পড়ুন : NCVT MIS ITI Admit Card 2024 : আইটিআই পরীক্ষা ২০২৪ !!! হল টিকিট ডাউনলোড করুন ২৫ জুলাই থেকে !!!