SAIL Recruitment 2024 : স্টীল অথরিটি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি !!! শূন্যপদ 639 !!! যোগ্যতা মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/ সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই কিংবা ডিপ্লোমা কিংবা ডিগ্রি !!!

WhatsApp Group Join Now
Google News Follow

SAIL Recruitment 2024 :স্টীল অথরিটি বিভাগ তথা স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1zwy7_fJvdeWqUMiIzv7P-eSK9yIC8v0U/view?usp=sharing

পদের নাম : অ্যাপ্রেন্টিস হিসাবে প্রার্থীদের নিযুক্ত করা হবে।

শূন্যপদ : 639 টি শূন্যপদ রয়েছে এখানে।

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/ সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই কিংবা ডিপ্লোমা কিংবা ডিগ্রি পাশ করে থাকতে হবে প্রার্থীদের।

বয়সসীমা : 15-24 বছর বয়স।

আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

  • অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
  • নিজের মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিন অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে।
  • নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
  • সবার শেষে যাবতীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

আরও পড়ুন : HITACHI Astemo Limited Recruitment : হিটাচি আস্তেমো লিমিটেডে চাকরির সুযোগ !!! ডিপ্লোমা ও আইটিআই পাস আউটদের জন্য ক্যাম্পাস রিক্রুটমেন্ট !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles