SAIL Recruitment : স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (Steel Authority of India Limited- SAIL) এ অধীনে কর্মচারী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
Click here for Official notification :
https://drive.google.com/file/d/1Q4R7V-Ytn1QAFBcTdyeHV1dXkuhljWXN/view?usp=share_link
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগের ক্ষেত্রে কোন পদে এবং কোন কোন ডিসিপ্লিনে নিয়োগ করা
হচ্ছে, বেতন কত করে দেওয়া হবে, আবেদনকারীর বয়স কত থাকতে হবে ইত্যাদি তথ্য গুলি বিস্তারে জানানো
হলো ।
Click here official Website : https://www.sail.co.in/en/home
পদের নাম(Name of the Post) : ম্যানেজমেন্ট ট্রেনি (Management Trainee)
নিয়োগ যে সমস্ত ডিসিপ্লিনে এ করা হবে।
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical Engineering)
- মেটাললার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (Metallurgical Engineering)
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (Electrical Engineering)
- ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং (Instrumentation Engineering)
বয়সসীমা(Age Lmit): 23.11.2022 তারিখ অনুযায়ী আবেদনকারী চাকরি প্রার্থীর বয়স 18 থেকে 28 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST শ্রেণীরা পাঁচ বছরের এবং OBC শ্রেণীরা তিন বছরের ছাড় পেয়ে যাবে।
বেতন(Salary) : 50,000 – 1,60,000 টাকা বেতন দেওয়া হবে প্রতিমাসে ।
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification) : যেকোনো প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 65% নম্বর সহ
নির্দিষ্ট ডিসিপ্লিন অথবা বিষয়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকলেই উক্ত পদের জন্য আবেদন করা যাবে।
শূন্যপদ(Number Of Vacancy) : 245 টি (UR-89, ST-28, SC- 42, OBC-65, EWS-21)
আবেদন প্রক্রিয়া(How to Apply):
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন
করতে পারবেন।
Click here for Online application : https://www.sail.co.in/en/home
- অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমেই আবেদনকারীকে মোবাইল নম্বর এবং ইমেইল আইডি
দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। - রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আবেদন করার মেন পেজ খুলে সেখানে নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা
সহ দরকারী তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করার সময় দরকারী সমস্ত
ডকুমেন্টস গুলি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।
আবেদন ফি(Application Fees) : General, OBC, EWS শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে 700 টাকা এবং SC, ST, ESM, PwBD শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে 200 টাকার আবেদন ফি পেমেন্ট করতে হবে।
আবেদন শেষ(Last Date of Application) : 23.11.2022 (২৩ নভেম্বর ২০২২)।
আরও পড়ুন : SAIL Apprentice Recruitment : শিক্ষানবিশ পদ, 261টি শূন্যপদ – এখনই আবেদন করুন!