SBI Apprentice Recruitment 2023 : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে অ্যাপ্রেন্টিস নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।এটা শুধুমাত্র একটা ট্রেনিং, তবে প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ডের ব্যবস্থা রয়েছে।
রিক্রুটমেন্ট বোর্ড | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
পদের নাম | SBI অ্যাপ্রেন্টিস |
শুন্যপদ | ৬১৬০টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
অফিশিয়াল ওয়েবসাইট | www.sbi.co.in |
প্রশিক্ষণের নাম : অ্যাপ্রেন্টিস।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/16KBv9tM9qcRQsA0A1Vga_KdAW3aiKF-Q/view?usp=sharing
প্রশিক্ষণের সময়সীমা : এক বছর।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু |
১লা সেপ্টেম্বর ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ |
২১শে সেপ্টেম্বর ২০২৩ |
শুন্যপদ : মোট শুন্যপদ ৬১৬০টি, তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৩২৮টি।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত যেকোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
বয়সসীমা : ১লা আগস্ট ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
স্টাইপেন্ড : মাসিক ১৫,০০০/- টাকা।
আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি :
(i) online written test and
(ii) test of local language – এই দুটি পদ্ধতির মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
Click here for How to Apply : https://ibpsonline.ibps.in/sbiaaug23/uploads/loadpdf.php?file=k7m5p+fQ15e7vNTUwt7MnJyV2sm0cN7Yk6ed13A=&t=zLjIrOLC1Ni005njxc8=#toolbar=0&navpanes=0
Click here for Apply Online : https://ibpsonline.ibps.in/sbiaaug23/
আবেদন মূল্য : General / OBC / EWS প্রার্থীদের আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে SC / ST / PwBD প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য লাগবে না।
আরও পড়ুন : SAIL Recruitment 2023 : 336 শিক্ষানবিশ পদের জন্য আবেদন করুন | 336টি শূন্যপদে অনলাইনে আবেদন করুন |