SBI Recruitment 2023 : স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগ !!! বিজ্ঞপ্তি আউট !!! আবেদন করুন অনলাইনে এ !!!

WhatsApp Group Join Now
Google News Follow

SBI Recruitment 2023 : ভারতীয় স্টেট ব্যাঙ্ক দেশ জুড়ে ৫২৮০ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে ভারতের প্রতিটি রাজ্যের স্টেট ব্যাঙ্কের শাখাগুলিতে কর্মী নিয়োগ করা হবে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1wfzkW9MyZ46ebE6Zm_mOnDH6bu1BAxUP/view?usp=sharing

পশ্চিমবঙ্গের শাখাগুলিতে যেসমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বাংলা ভাষা জানতে হবে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন জানতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য ভারতীয় স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Employment Notice No.- CRPD/CBO/2023-24/18

পদের নাম : Circle Officer.

শূন্যপদ : ৫২৮০ টি।

  • GEN- ২১৫৭ টি,
  • EWS- ৫২৭ টি,
  • OBC- ১৪২১ টি,
  • ST- ৩৮৮ টি,
  • SC- ৭৮৭ টি।

শূন্যপদ পশ্চিমবঙ্গে :  ২৩০ টি।

  • GEN- ৯৪ টি,
  • EWS- ২৩ টি,
  • OBC- ৬২ টি,
  • ST- ১৭ টি,
  • SC- ৩৪ টি।

শিক্ষাগত যোগ্যতা :  যেকোনো বিষয়ে স্নাতক অর্থাৎ গ্রাজুয়েশান পাশ চাকরিপ্রার্থীরা এই শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিষয়ে ডিগ্রী অর্জনকারী চাকরিপ্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন : ৩৬,০০০/- টাকা।

বয়সসীমা : ৩১ অক্টোবর ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। সংরিক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

আবেদন পদ্ধতি

  • অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

Click here for 1st Time Registration for Online Application : https://ibpsonline.ibps.in/sbicbosep23/basic_details.php

Login for already Registered Candidates for Online Application : https://ibpsonline.ibps.in/sbicbosep23/

  • অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন করার পর লগইন করতে হবে।
  • এরপর নির্ভুল ভাবে সব তথ্য পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট করতে হবে।

আবেদন ফি : GEN, EWS এবং OBC আবেদনকারীদের এককালীন ৭০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। অন্যান্য আবেদনকারীদের আবেদন ফি জমা করতে হবে না।

আবেদনের শেষ তারিখ : ১২ ডিসেম্বর, ২০২৩।

আরও পড়ুন : NTPC Mouda Apprentice Recruitment 2023 : 40 পদ !!! যোগ্যতা, উপবৃত্তি, নির্বাচন প্রক্রিয়া এবং সম্পূর্ণ বিজ্ঞপ্তি !!! 05-12-2023 শেষ তারিখ !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles